Homeখবরদেশবিহার নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পিকের দলের! নাম নেই কিশোরের,...

বিহার নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পিকের দলের! নাম নেই কিশোরের, তবে রয়েছে চমক

বিহার নির্বাচনের আগে জন সুরাজ পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোর। তালিকায় গণিতবিদ কেসি সিন্‌হা, প্রাক্তন আমলা, পুলিশ অফিসার ও চিকিৎসকসহ ৫১ জন প্রার্থী। এখনই নিজের নাম ঘোষণা করলেন না প্রশান্ত কিশোর।

প্রকাশিত

বিহার বিধানসভা নির্বাচনের দিন ক্ষণ ঘোষণার পর পরই বৃহস্পতিবার প্রশান্ত কিশোর (পিকে) নেতৃত্বাধীন জন সুরাজ পার্টি (Jan Suraaj Party) প্রকাশ করল তাদের প্রথম প্রার্থী তালিকা। আগামী মাসে দুই দফায় যে নির্বাচনে ভোট হবে, তার জন্য এই প্রথম তালিকায় মোট ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে উল্লেখযোগ্য ভাবে সেই তালিকায় নেউ পিকে-র নাম।

দলের তরফে জানানো হয়েছে, এই তালিকায় ১৬ শতাংশ মুসলিম প্রার্থী এবং ১৭ শতাংশ অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের (EBC) প্রার্থী রয়েছেন। দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বরাবরই দুর্নীতিমুক্ত রাজনীতির পক্ষে কথা বলেছেন, তাই এই প্রার্থী তালিকায় মূল গুরুত্ব দেওয়া হয়েছে ‘পরিষ্কার ভাবমূর্তি’যোগ্যতার ভিত্তিতে নির্বাচন।

গণিতবিদ থেকে চিকিৎসক — শিক্ষিত মুখে ভরসা কিশোরের

এই তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন গণিতবিদ কে.সি. সিন্‌হা (KC Sinha)। যিনি বহু প্রজন্মের ছাত্রছাত্রীদের প্রিয় পাঠ্যপুস্তক রচয়িতা হিসেবে পরিচিত। তিনিই জন সুরাজ পার্টির প্রার্থী হয়েছেন কুমহারার (Kumhrar) আসনে। তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যও।

আরও প্রার্থী তালিকায় রয়েছেন ওয়াই.বি. গিরি (YB Giri) যিনি পাটনা হাই কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি অতীতে বিহারের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এবং কেন্দ্র সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে কাজ করেছেন। তিনি মানঝি (Manjhi) বিধানসভা আসন থেকে লড়াই করবেন।

মুজাফ্‌ফরপুর থেকে প্রার্থী হয়েছেন চিকিৎসক অমিত কুমার দাস, যিনি পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ছাত্র। তিনি এবং তাঁর স্ত্রী, দুজনেই চিকিৎসক, গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে কাজ করছেন।

প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান পিকে

প্রশান্ত কিশোর জানিয়েছেন, তিনি চান রাজনীতিতে প্রশাসনিক ও পেশাগত দক্ষতাসম্পন্ন মানুষদের যুক্ত করতে। তাই প্রাক্তন আমলা, পুলিশ অফিসার ও চিকিৎসকদের প্রাধান্য দেওয়া হয়েছে প্রথম তালিকায়।

তবে এই তালিকায় প্রশান্ত কিশোরের নিজের নাম নেই। এতে নতুন করে জল্পনা ছড়িয়েছে— তিনি আদৌ ভোটে লড়বেন কি না।সূত্রের খবর, কিশোরের পছন্দের দুটি আসন রাঘোপুর (Raghopur)— আরজেডি নেতা তেজস্বী যাদবের আসন, এবং তাঁর নিজের জন্মভূমি কারগাহার (Kargahar)। কিন্তু প্রথম তালিকায় কারগাহার আসন থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে জনপ্রিয় ভোজপুরী গায়ক রীতেশ রঞ্জন (পাণ্ডে)-র। ফলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, প্রশান্ত কিশোর হয়তো শেষ পর্যন্ত রাঘোপুর থেকেই লড়াইয়ে নামতে পারেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমান প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে

বিশ্বের প্রথম নিরামিষ বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান প্রয়াত। বৃহস্পতিবার অমৃতসরের বেসরকারি হাসপাতালে হৃদরোগে মৃত্যু। ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।

ভারতে ওষুধের মান নিয়ন্ত্রণে পদ্ধতিগত দূর্বলতা রয়েছে, বিপদ ঘটতে পারে আন্তর্জাতিক স্তরেও, উদ্বেগ হু-র

মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২০ শিশুর মৃত্যু দূষিত কফ সিরাপ খেয়ে। কফ সিরাপে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল মেলায় উদ্বিগ্ন WHO। সংস্থার মালিক গ্রেফতার, উৎপাদন বন্ধের নির্দেশ।

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।

আরও পড়ুন

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।

এআই–চালিত পদ্মফুলের মতো ভাসমান টার্মিনাল! নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর (NMIA)। প্রথম ধাপে বছরে ২ কোটি যাত্রী পরিবহনের লক্ষ্য, ২০৩৬ সালের মধ্যে ৯ কোটি যাত্রী সক্ষমতা—ভারতের বিমান চলাচলে নতুন অধ্যায়।

রেলের নতুন নিয়ম: টিকিট ক্যানসেল নয়, এবার বদলানো যাবে যাত্রার তারিখই! যাত্রীদের জন্য বড় স্বস্তি

রেলের বড় সিদ্ধান্ত! যাত্রার তারিখ বদলাতে আর টিকিট ক্যানসেল করতে হবে না। নতুন নিয়মে যাত্রীরা অতিরিক্ত খরচ বা কেটে নেওয়া ভাড়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন।