Homeখবরদেশবিহার নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পিকের দলের! নাম নেই কিশোরের,...

বিহার নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পিকের দলের! নাম নেই কিশোরের, তবে রয়েছে চমক

বিহার নির্বাচনের আগে জন সুরাজ পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোর। তালিকায় গণিতবিদ কেসি সিন্‌হা, প্রাক্তন আমলা, পুলিশ অফিসার ও চিকিৎসকসহ ৫১ জন প্রার্থী। এখনই নিজের নাম ঘোষণা করলেন না প্রশান্ত কিশোর।

প্রকাশিত

বিহার বিধানসভা নির্বাচনের দিন ক্ষণ ঘোষণার পর পরই বৃহস্পতিবার প্রশান্ত কিশোর (পিকে) নেতৃত্বাধীন জন সুরাজ পার্টি (Jan Suraaj Party) প্রকাশ করল তাদের প্রথম প্রার্থী তালিকা। আগামী মাসে দুই দফায় যে নির্বাচনে ভোট হবে, তার জন্য এই প্রথম তালিকায় মোট ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে উল্লেখযোগ্য ভাবে সেই তালিকায় নেউ পিকে-র নাম।

দলের তরফে জানানো হয়েছে, এই তালিকায় ১৬ শতাংশ মুসলিম প্রার্থী এবং ১৭ শতাংশ অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের (EBC) প্রার্থী রয়েছেন। দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বরাবরই দুর্নীতিমুক্ত রাজনীতির পক্ষে কথা বলেছেন, তাই এই প্রার্থী তালিকায় মূল গুরুত্ব দেওয়া হয়েছে ‘পরিষ্কার ভাবমূর্তি’যোগ্যতার ভিত্তিতে নির্বাচন।

গণিতবিদ থেকে চিকিৎসক — শিক্ষিত মুখে ভরসা কিশোরের

এই তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন গণিতবিদ কে.সি. সিন্‌হা (KC Sinha)। যিনি বহু প্রজন্মের ছাত্রছাত্রীদের প্রিয় পাঠ্যপুস্তক রচয়িতা হিসেবে পরিচিত। তিনিই জন সুরাজ পার্টির প্রার্থী হয়েছেন কুমহারার (Kumhrar) আসনে। তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যও।

আরও প্রার্থী তালিকায় রয়েছেন ওয়াই.বি. গিরি (YB Giri) যিনি পাটনা হাই কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি অতীতে বিহারের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এবং কেন্দ্র সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে কাজ করেছেন। তিনি মানঝি (Manjhi) বিধানসভা আসন থেকে লড়াই করবেন।

মুজাফ্‌ফরপুর থেকে প্রার্থী হয়েছেন চিকিৎসক অমিত কুমার দাস, যিনি পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ছাত্র। তিনি এবং তাঁর স্ত্রী, দুজনেই চিকিৎসক, গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে কাজ করছেন।

প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান পিকে

প্রশান্ত কিশোর জানিয়েছেন, তিনি চান রাজনীতিতে প্রশাসনিক ও পেশাগত দক্ষতাসম্পন্ন মানুষদের যুক্ত করতে। তাই প্রাক্তন আমলা, পুলিশ অফিসার ও চিকিৎসকদের প্রাধান্য দেওয়া হয়েছে প্রথম তালিকায়।

তবে এই তালিকায় প্রশান্ত কিশোরের নিজের নাম নেই। এতে নতুন করে জল্পনা ছড়িয়েছে— তিনি আদৌ ভোটে লড়বেন কি না।সূত্রের খবর, কিশোরের পছন্দের দুটি আসন রাঘোপুর (Raghopur)— আরজেডি নেতা তেজস্বী যাদবের আসন, এবং তাঁর নিজের জন্মভূমি কারগাহার (Kargahar)। কিন্তু প্রথম তালিকায় কারগাহার আসন থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে জনপ্রিয় ভোজপুরী গায়ক রীতেশ রঞ্জন (পাণ্ডে)-র। ফলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, প্রশান্ত কিশোর হয়তো শেষ পর্যন্ত রাঘোপুর থেকেই লড়াইয়ে নামতে পারেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।