Homeখবরদেশচাপের মুখে কর্নাটকে বিতর্কিত সংরক্ষণ বিল আপাতত স্থগিত রাখল সিদ্দারামাইয়া সরকার

চাপের মুখে কর্নাটকে বিতর্কিত সংরক্ষণ বিল আপাতত স্থগিত রাখল সিদ্দারামাইয়া সরকার

প্রকাশিত

অবশেষে কর্নাটক সরকার আপাতত স্থগিত রাখল বিতর্কিত সংরক্ষণ বিল, যা বেসরকারি চাকরিতে কন্নড়ভাষীদের জন্য সংরক্ষণ চালু করার প্রস্তাব করেছিল। বুধবার দিনভর বিতর্কের পর, রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেছেন যে, বিলটি পাশ হলেও আপাতত তা কার্যকর করা হবে না। আগামী দিনে বিস্তারিত আলোচনার পর এই বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন এই সংরক্ষণ নীতি অনুযায়ী, কর্নাটকে বেসরকারি সংস্থার গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ পদে কন্নড়ভাষীদের নিয়োগ বাধ্যতামূলক করা হবে। নতুন বিলে বলা হয়েছে, যে কোনও সংস্থাকে ম্যানেজমেন্ট ক্যাটেগরিতে কমপক্ষে ৫০ শতাংশ ‘স্থানীয় প্রার্থী’ নিয়োগ করতে হবে এবং নন-ম্যানেজমেন্ট ক্যাটেগরিতে কমপক্ষে ৭০ শতাংশ সংরক্ষণ থাকবে। বেসরকারি সংস্থায় কর্মপ্রার্থীকে কমপক্ষে দশম শ্রেণি পর্যন্ত কন্নড় ভাষা নিয়ে পড়াশোনা করতে হবে অথবা ভাষার পরীক্ষা দিতে হবে।

এই বিল সোমবার কর্নাটক বিধানসভায় পাশ হয়েছে। কিন্তু এর পরে দেশজুড়ে এর তুমুল সমালোচনা শুরু হয়। বেঙ্গালুরু, দেশের অন্যতম আইটি হাব, যেখানে মেধার ভিত্তিতে কর্মী নিয়োগ করা হয়, সেখানে ভাষার ভিত্তিতে নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। তাঁদের মতে, এই সংরক্ষণের ফলে সংস্থাগুলি অযোগ্যদের চাকরি দিতে বাধ্য হবে, যা তাদের জন্য বিপজ্জনক।

‘সবকা সাথ, সবকা বিকাশ বন্ধ করো, গুটিয়ে ফেলা হোক সংখ্যালঘু শাখা’, বললেন শুভেন্দু অধিকারী

ক্ষোভের আঁচ পেয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে জানান, মুখ্যমন্ত্রী যে সংরক্ষণের কথা বলছেন সেটা এখনও প্রস্তাব আকারে রয়েছে এবং এটি নিয়ে আরও পরামর্শের প্রয়োজন আছে। বুধবার রাতে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “বেসরকারি ক্ষেত্রে কন্নড়দের জন্য সংরক্ষণ চেয়ে যে বিল আনা হয়েছিল, সেটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। পরবর্তী ক্যাবিনেট বৈঠকে এই নিয়ে আবারও বিশদে আলোচনা হবে। তার পরে এই বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

তাই বিতর্কিত বিলটি আপাতত স্থগিত রইল কর্নাটকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

লালকেল্লার কাছে বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলাই, জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসবাদী হামলাই। বুধবার এক জরুরি বৈঠকে...

শুধু স্বাদ নয়, স্বাস্থ্যেও চ্যাম্পিয়ন বেবিকর্ন! জানুন এই কচি মকাইয়ের ৬টি গুণ

শীতকাল মানেই বেবিকর্নের মৌসুম! স্বাদে যেমন অনন্য, তেমনি উপকারিতাতেও ভরপুর। ওজন কমানো, হজমশক্তি বাড়ানো থেকে হার্ট ও চোখের যত্ন— বেবিকর্নে আছে বহু গুণ। জানুন বিস্তারিত উপকারিতা।

নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

দিল্লি বিস্ফোরণ ও বিহার ভোটের মাঝেই প্রশ্ন তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া— নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন

লালকেল্লার কাছে বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলাই, জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসবাদী হামলাই। বুধবার এক জরুরি বৈঠকে...

নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

দিল্লি বিস্ফোরণ ও বিহার ভোটের মাঝেই প্রশ্ন তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া— নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

বিহার এক্সিট পোল: এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণীর ভিড়ে ব্যতিক্রম একটি, মহাগঠবন্ধনের জয় দেখছে তারা

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ১১ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে একাধিক...