Homeখবরদেশচাপের মুখে কর্নাটকে বিতর্কিত সংরক্ষণ বিল আপাতত স্থগিত রাখল সিদ্দারামাইয়া সরকার

চাপের মুখে কর্নাটকে বিতর্কিত সংরক্ষণ বিল আপাতত স্থগিত রাখল সিদ্দারামাইয়া সরকার

প্রকাশিত

অবশেষে কর্নাটক সরকার আপাতত স্থগিত রাখল বিতর্কিত সংরক্ষণ বিল, যা বেসরকারি চাকরিতে কন্নড়ভাষীদের জন্য সংরক্ষণ চালু করার প্রস্তাব করেছিল। বুধবার দিনভর বিতর্কের পর, রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেছেন যে, বিলটি পাশ হলেও আপাতত তা কার্যকর করা হবে না। আগামী দিনে বিস্তারিত আলোচনার পর এই বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন এই সংরক্ষণ নীতি অনুযায়ী, কর্নাটকে বেসরকারি সংস্থার গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ পদে কন্নড়ভাষীদের নিয়োগ বাধ্যতামূলক করা হবে। নতুন বিলে বলা হয়েছে, যে কোনও সংস্থাকে ম্যানেজমেন্ট ক্যাটেগরিতে কমপক্ষে ৫০ শতাংশ ‘স্থানীয় প্রার্থী’ নিয়োগ করতে হবে এবং নন-ম্যানেজমেন্ট ক্যাটেগরিতে কমপক্ষে ৭০ শতাংশ সংরক্ষণ থাকবে। বেসরকারি সংস্থায় কর্মপ্রার্থীকে কমপক্ষে দশম শ্রেণি পর্যন্ত কন্নড় ভাষা নিয়ে পড়াশোনা করতে হবে অথবা ভাষার পরীক্ষা দিতে হবে।

এই বিল সোমবার কর্নাটক বিধানসভায় পাশ হয়েছে। কিন্তু এর পরে দেশজুড়ে এর তুমুল সমালোচনা শুরু হয়। বেঙ্গালুরু, দেশের অন্যতম আইটি হাব, যেখানে মেধার ভিত্তিতে কর্মী নিয়োগ করা হয়, সেখানে ভাষার ভিত্তিতে নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। তাঁদের মতে, এই সংরক্ষণের ফলে সংস্থাগুলি অযোগ্যদের চাকরি দিতে বাধ্য হবে, যা তাদের জন্য বিপজ্জনক।

‘সবকা সাথ, সবকা বিকাশ বন্ধ করো, গুটিয়ে ফেলা হোক সংখ্যালঘু শাখা’, বললেন শুভেন্দু অধিকারী

ক্ষোভের আঁচ পেয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে জানান, মুখ্যমন্ত্রী যে সংরক্ষণের কথা বলছেন সেটা এখনও প্রস্তাব আকারে রয়েছে এবং এটি নিয়ে আরও পরামর্শের প্রয়োজন আছে। বুধবার রাতে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “বেসরকারি ক্ষেত্রে কন্নড়দের জন্য সংরক্ষণ চেয়ে যে বিল আনা হয়েছিল, সেটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। পরবর্তী ক্যাবিনেট বৈঠকে এই নিয়ে আবারও বিশদে আলোচনা হবে। তার পরে এই বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

তাই বিতর্কিত বিলটি আপাতত স্থগিত রইল কর্নাটকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা: ১৬৮-৭ (দাসুন সনাকা ৬৪ নট আউট, কুশল মেন্ডিস ৩৪, মুস্তাফিজুর রহমান ৩-২০, মেহেদি...

H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়ম: কী বলল ভারত, প্রভাব কোথায় পড়বে?

আমেরিকার নতুন H1-B ভিসা নিয়ম নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী, এর প্রভাব পড়বে কোন খাতে, আর পরিবারগুলির জন্য কী জটিলতা তৈরি হতে পারে—জানুন বিস্তারিত এক্সপ্লেইনার রিপোর্টে।

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

হেরিটেজ স্বীকৃতির পথে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, গবেষণায় নতুন আশা

হেরিটেজ স্বীকৃতি পেতে পারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও লিভারপুল বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় উঠে আসছে এই ঐতিহ্যের বিশেষ তাৎপর্য।

আরও পড়ুন

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।