Homeখবরদেশভারতীয় বিজ্ঞাপনজগতের প্রাণপুরুষ পীযূষ পাণ্ডে প্রয়াত

ভারতীয় বিজ্ঞাপনজগতের প্রাণপুরুষ পীযূষ পাণ্ডে প্রয়াত

এশিয়ান পেন্টস, ক্যাডবেরি, ফেভিকল-সহ অসংখ্য জনপ্রিয় প্রচারের স্রষ্টা তিনি। তাঁর সৃজনশীল দৃষ্টিভঙ্গি ভারতীয় বিজ্ঞাপনের ভাষা ও ব্যাকরণ বদলে দিয়েছিল।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ভারতের বিজ্ঞাপনজগতের কিংবদন্তি স্রষ্টা, সৃজনশীলতার প্রতীক পীযূষ পাণ্ডে আর নেই। বৃহস্পতিবার ৭০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে গভীর শোক নেমে এসেছে বিজ্ঞাপনজগত-সহ সৃজনশীল মহলে। রেখে গেলেন তাঁর পরিবার, সহকর্মী তথা তাঁর দ্বিতীয় পরিবার এবং এমন এক সৃষ্টির ভাণ্ডার যা আজও ভারতীয় বিজ্ঞাপনের প্রাণ ও আত্মাকে সংজ্ঞায়িত করে।

চার দশকেরও বেশি সময় ধরে ওগিলভি ইন্ডিয়া-র সঙ্গে যুক্ত ছিলেন পীযূষ পাণ্ডে। বলা হয়, এই সংস্থার সঙ্গে তাঁর নামই যেন একাকার হয়ে গিয়েছিল। তাঁর সৃজনশীল দৃষ্টিভঙ্গিই ওগিলভিকে ভারতীয় বিজ্ঞাপনের ইতিহাসে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল।

১৯৮২ সালে ওগিলভিতে যোগ দেওয়ার আগে তিনি ক্রিকেটার, চা পরীক্ষক (tea taster) এবং নির্মাণশ্রমিক হিসেবেও কাজ করেছেন। ২৭ বছর বয়সে তিনি প্রবেশ করেন এমন এক বিজ্ঞাপনজগতে, যা তখন পুরোপুরি ইংরেজি ভাষাভিত্তিক ছিল। কিন্তু পাণ্ডে সেই ধারা বদলে দেন।

এশিয়ান পেন্টসের ‘হর খুশি মেঁ রঙ লায়ে’, ক্যাডবেরির ‘কুছ খাস হ্যায়’, ফেভিকল ও হাচ (Hutch)-এর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনগুলিকে তিনি পরিণত করেছিলেন সাংস্কৃতিক মাইলফলকে। তাঁর হাত ধরে বিজ্ঞাপনে প্রবেশ করে দেশজ ভাষা, রসিকতা, উষ্ণতা ও মানবিক স্পর্শ।

একজন সহকর্মী স্মৃতিচারণায় বলেছেন, “তিনি শুধু ভারতীয় বিজ্ঞাপনের ভাষা বদলাননি, বদলে দিয়েছেন তার ব্যাকরণ।”

মানবিক ছোঁয়া ও দর্শনের কথা

পীযূষ পাণ্ডে প্রায়ই নবীন সৃজনশীলদের বলতেন, প্রযুক্তি বা প্রবণতা নয়, আসল বিষয় হচ্ছে মৌলিকতা ও হৃদয়ের সংযোগ। তাঁর ভাষায়, “দর্শক কখনও ভাববে না ‘কী ভাবে করল?’ তারা বলবে ‘ভালো লেগেছে।’”

ভারতের রাজনৈতিক প্রচারেও তাঁর প্রভাব রয়েছে। তিনিই তৈরি করেছিলেন সেই বিখ্যাত স্লোগান ‘অব কী বার, মোদী সরকার’। পীযূষ পাণ্ডে প্রয়াত হলেন, কিন্তু রেখে গেলেন এমন এক ঐতিহ্য, যা প্রতিটি ভারতীয়ের মনে অনুরণিত হবে তাঁর বিজ্ঞাপনের সেই চেনা সুরে – কুছ খাস হ্যায় জিন্দগি মেঁ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

আইআইটি খড়গপুরে আর শুধুমাত্র জেইই র‍্যাঙ্ক নয়, এবার আসছে নতুন ভর্তি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে ‘স্পোর্টস এক্সেলেন্স’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স’ ভর্তি ব্যবস্থা।

ভ্যাপসা গরমে অস্বস্তি, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে?

ভ্যাপসা গরমে জেরবার শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: কী ভাবে শেষ চারে জায়গা করে নিলেন হরমনপ্রীতেরা

খবর অনলাইন ডেস্ক: নবি মুম্বইয়ের ড. ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে দুর্দান্ত জয় তুলে নিয়ে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: প্রতিকা ও স্মৃতির শতরানের সুবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে ভারত   

ভারত: ৩৪০-৩ (প্রতিকা রাওয়াল ১২২, স্মৃতি মন্ধানা ১০৯, জেমিমা রড্রিগুয়েজ ৭৬ অপরাজিত, সুজি বেটস...

আরও পড়ুন

কোকরাঝারে ভয়াবহ বিস্ফোরণ, অল্পের জন্য বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালগাড়ি

অরূপ চক্রবর্তী গুয়াহাটি: এক ভয়ংকর দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল কোকরাঝার। বুধবার গভীর রাতে...

মেহুল চোকসির ভারতে প্রত্যর্পণে সায় দিল বেলজিয়ামের আদালতের

নয়াদিল্লি: বেলজিয়ামের আদালতে বড়োসড়ো ধাক্কা খেলেন পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। আদালত জানিয়েছে, চোকসিকে...

কেরলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণে বিপত্তি, ধসে পড়ল হেলিপ্যাডের অংশ

নয়াদিল্লি: কেরলের পতনমথিট্টায় প্রমাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের সময় এক অপ্রত্যাশিত ঘটনা...