Home খবর দেশ ‘প্রাকৃতিক বিপর্যয়ের মতোই বিজেপির কোনও নিয়ম মানার বালাই নেই’, তোপ প্রিয়ঙ্কার

‘প্রাকৃতিক বিপর্যয়ের মতোই বিজেপির কোনও নিয়ম মানার বালাই নেই’, তোপ প্রিয়ঙ্কার

0

নয়াদিল্লি: কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, রাজনৈতিক লড়াইয়ে শাসক দলের আচরণে কোনও গণতান্ত্রিক নিয়মের বালাই নেই।

কেরলের মুক্কামে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে যৌথ জনসভায় বক্তৃতা করার সময় প্রিয়ঙ্কা বলেন, “বিজেপির রাজনৈতিক চ্যালেঞ্জগুলো ওয়েনাড়ের ভূমিধসের মতো। যেমন ভূমিধসে কোনও নিয়ম বা ব্যাখ্যা থাকে না, তেমনই বিজেপিও নিয়ম মেনে চলে না বা কোনও ব্যাখ্যা দেয় না।”

তিনি আরও অভিযোগ করেন, “শাসক দলের আচরণে কোনও গণতান্ত্রিক মানদণ্ডের প্রতি সম্মান নেই। এমনকি রাজনৈতিক লড়াইয়ের যে ন্যূনতম শিষ্টাচার রয়েছে, তাও তারা মানে না।”

প্রিয়ঙ্কা অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হচ্ছে, যার ফলে মানুষের নির্বাচনী প্রক্রিয়া এবং গণতান্ত্রিক কাঠামোর প্রতি বিশ্বাস টলমল করছে।

ওয়েনাড়ের মানুষের উদ্দেশে তিনি বলেন, “আমি সংসদে আপনাদের জন্য আছি। আমি সেখানে আপনাদের কণ্ঠস্বর তুলে ধরব। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব এবং আপনাদের বিশ্বাস, মূল্যবোধ এবং আকাঙ্ক্ষাগুলোকে প্রতিদিন তুলে ধরব।”

প্রিয়ঙ্কা গান্ধী প্রথম বার ভোটে দাঁড়িয়ে ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে বিশাল ব্যবধানে (৪.১ লক্ষ ভোটে) জয়ী হয়ে সংসদে প্রবেশ করেন। বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় তিনি ডান হাতে সংবিধান ধরে হিন্দিতে শপথ বাক্য পাঠ করেন।

শপথবাক্য পাঠের পর লোকসভায় সকলের সঙ্গে আলাপচারিতাও সারেন প্রিয়ঙ্কা। তিনি যখন শপথ নিয়ে নামছেন, সেই সময় হাসিমুখে প্রিয়ঙ্কাকে অভিবাদন জানান রাহুল। প্রিয়ঙ্কার শপথগ্রহণের সাক্ষী হতে লোকসভার গ্যালারিতে উপস্থিত ছিলেন স্বামী রবার্ট বঢরা, তাঁদের ছেলেমেয়েরাও। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেও।

আরও পড়ুন: মহারাষ্ট্রের নতুন মন্ত্রীসভায় চাই স্বরাষ্ট্র দফতর, আনুষ্ঠানিক ভাবে দাবি একনাথ শিন্ডের শিবসেনার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version