Homeখবরদেশ'প্রাকৃতিক বিপর্যয়ের মতোই বিজেপির কোনও নিয়ম মানার বালাই নেই', তোপ প্রিয়ঙ্কার

‘প্রাকৃতিক বিপর্যয়ের মতোই বিজেপির কোনও নিয়ম মানার বালাই নেই’, তোপ প্রিয়ঙ্কার

প্রকাশিত

নয়াদিল্লি: কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, রাজনৈতিক লড়াইয়ে শাসক দলের আচরণে কোনও গণতান্ত্রিক নিয়মের বালাই নেই।

কেরলের মুক্কামে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে যৌথ জনসভায় বক্তৃতা করার সময় প্রিয়ঙ্কা বলেন, “বিজেপির রাজনৈতিক চ্যালেঞ্জগুলো ওয়েনাড়ের ভূমিধসের মতো। যেমন ভূমিধসে কোনও নিয়ম বা ব্যাখ্যা থাকে না, তেমনই বিজেপিও নিয়ম মেনে চলে না বা কোনও ব্যাখ্যা দেয় না।”

তিনি আরও অভিযোগ করেন, “শাসক দলের আচরণে কোনও গণতান্ত্রিক মানদণ্ডের প্রতি সম্মান নেই। এমনকি রাজনৈতিক লড়াইয়ের যে ন্যূনতম শিষ্টাচার রয়েছে, তাও তারা মানে না।”

প্রিয়ঙ্কা অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হচ্ছে, যার ফলে মানুষের নির্বাচনী প্রক্রিয়া এবং গণতান্ত্রিক কাঠামোর প্রতি বিশ্বাস টলমল করছে।

ওয়েনাড়ের মানুষের উদ্দেশে তিনি বলেন, “আমি সংসদে আপনাদের জন্য আছি। আমি সেখানে আপনাদের কণ্ঠস্বর তুলে ধরব। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব এবং আপনাদের বিশ্বাস, মূল্যবোধ এবং আকাঙ্ক্ষাগুলোকে প্রতিদিন তুলে ধরব।”

প্রিয়ঙ্কা গান্ধী প্রথম বার ভোটে দাঁড়িয়ে ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে বিশাল ব্যবধানে (৪.১ লক্ষ ভোটে) জয়ী হয়ে সংসদে প্রবেশ করেন। বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় তিনি ডান হাতে সংবিধান ধরে হিন্দিতে শপথ বাক্য পাঠ করেন।

শপথবাক্য পাঠের পর লোকসভায় সকলের সঙ্গে আলাপচারিতাও সারেন প্রিয়ঙ্কা। তিনি যখন শপথ নিয়ে নামছেন, সেই সময় হাসিমুখে প্রিয়ঙ্কাকে অভিবাদন জানান রাহুল। প্রিয়ঙ্কার শপথগ্রহণের সাক্ষী হতে লোকসভার গ্যালারিতে উপস্থিত ছিলেন স্বামী রবার্ট বঢরা, তাঁদের ছেলেমেয়েরাও। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেও।

আরও পড়ুন: মহারাষ্ট্রের নতুন মন্ত্রীসভায় চাই স্বরাষ্ট্র দফতর, আনুষ্ঠানিক ভাবে দাবি একনাথ শিন্ডের শিবসেনার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।