Homeখবরদেশএলপিজি সিলিন্ডারে আবারও ভরতুকি বাড়ল, কারা পাবেন এই সুবিধা

এলপিজি সিলিন্ডারে আবারও ভরতুকি বাড়ল, কারা পাবেন এই সুবিধা

প্রকাশিত

সামনে উৎসবের মরশুম। তার আগে কিছুটা হলেও স্বস্তি রান্নাঘরে। আর্থিক ভাবে দুর্বল শ্রেণির জন্য বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্যাস সিলিন্ডারে ভরতুকি বাড়িয়ে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের স্বস্তি দিয়েছে সরকার। এ বার ভরতুকির পরিমাণ বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। সম্প্রতি, রাখীবন্ধন এবং ওনামের উৎসবে, কেন্দ্রীয় মন্ত্রীসভা উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য এলপিজি ভরতুকি ২০০ টাকা বাড়িয়েছিল। আজ সেটাই ১০০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।

২০২২ সালের মে মাসের পর থেকে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য এক বছরে ১২টি সিলিন্ডারে ভরতুকি দেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। প্রতি সিলিন্ডারে ২০০ টাকা করে ভরতুকি দেওয়া শুরু হয় সেসময়। এর মেয়াদ বাড়িয়ে করা হয়েছিল ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পরে সরকারের তরফে, গত আগস্ট মাসে আরও ২০০ টাকা ভরতুকি ঘোষণা করা হয়। ফলে এই সিলিন্ডারের দাম কমে হয় ৭০০ টাকা। এ দিন আরও ১০০ টাকা ভরতুকি যুক্ত হওয়ার কারণে মহিলাদের জন্য এই এলপিজি সিলিন্ডার ৬০০ টাকায় পাওয়া যাবে।

এ দিন মন্ত্রীসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে, মন্ত্রীসভা রাখীবন্ধন এবং ওনাম উপলক্ষে এলপিজি সিলিন্ডারের দামে ২০০ টাকা ভরতুকি দিয়েছিল। সাধারণ সিলিন্ডারের দাম কমে হয়েছিল ৯০০ টাকা, যেখানে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা ৭০০ টাকায় এই সিলিন্ডার পাচ্ছেন। এ বার উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা ৩০০ টাকা ভরতুকি পাবেন, অর্থাৎ তাঁরা এখন ৬০০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন।”

উজ্জ্বলা প্রকল্পের অধীনে, ভরতুকির টাকা সরাসরি যোগ্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়। উজ্জ্বলা যোজনার মেয়াদ এবং ভরতুকি বাড়ানোর মূল উদ্দেশ্য হল প্রকল্পের সুবিধাভোগীদের কিছুটা হলেও স্বস্তি দেওয়া।

পিএমইউওয়াই প্রথম উত্তরপ্রদেশের বালিয়ায় চালু হয় ২০১৬ সালে। এই প্রকল্পটি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সহযোগিতায় পরিচালিত হচ্ছে, যা মূলত মহিলাদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের জন্য নিখরচায় রান্নার গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। বিপিএল পরিবারভুক্ত মহিলারা উজ্জ্বলা যোজনায় আবেদন করতে পারেন। এই সুবিধা পাওয়া যাবে বছরের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে।

আরও পড়ুন: বৃষ্টি থামার লক্ষণ নেই, কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি! আবহাওয়ার ভোলবদল কবে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।