নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এর পরিবর্তে যোজনা কমিশন পুনরায় চালুর দাবি করেছেন। আজ দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “নীতি আয়োগের কোনও কার্যকরী ক্ষমতা নেই, এটি বন্ধ করে দেওয়া হোক এবং যোজনা কমিশনকে ফিরিয়ে আনা হোক। দেশের পরিকাঠামো উন্নয়নে যোজনা কমিশনের গুরুত্ব অপরিসীম ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু যোজনা কমিশনের পরিকল্পনা করেছিলেন।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, “নতুন যোজনা কমিশন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের।” কেন্দ্রীয় বাজেটে বাংলা-সহ অন্যান্য বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করার অভিযোগে তিনি নীতি আয়োগের সমালোচনা করেন। তিনি বলেন, “নীতি আয়োগের কোনও আর্থিক ক্ষমতা নেই। যোজনা কমিশন থাকাকালীন মুখ্যমন্ত্রী হিসেবে আমি তিনবার বৈঠকে অংশ নিয়েছিলাম। তখন রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ভালো সমন্বয় ছিল।”
কলকাতা ছাড়ার আগে বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, দিল্লিতেও সাংবাদিকদের সামনে তিনি সেই কথাগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, “আমি প্রথমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তাদের আচরণ মেনে নেওয়া যায় না। আমাদের লিখিত বক্তব্য সাত দিন আগে পাঠাতে বলেছিল। তারপর বাজেট প্রকাশিত হয়েছে, যেখানে বাংলা-সহ বিরোধী রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে। এই বৈষম্য ও রাজনৈতিক পক্ষপাতিত্ব মেনে নেওয়া যাবে না। আমাদের বক্তব্য ‘রেকর্ড’ করতে দিলে করব, না হলে প্রতিবাদ করব। হেমন্ত সোরেনও যাচ্ছেন তাঁর রাজ্যের হয়ে কথা বলতে। আমরা সব রাজ্যগুলির হয়ে কথা বলব।”