Home খেলাধুলো প্যারিস অলিম্পিক্স ২০২৪: সেইন নদীতে ভাসমান প্যারেডের মাধ্যমে শুরু হল গেম্‌স

প্যারিস অলিম্পিক্স ২০২৪: সেইন নদীতে ভাসমান প্যারেডের মাধ্যমে শুরু হল গেম্‌স

0
চারিদিক উদ্ভাসিত করে জ্বলে উঠল আইফেল টাওয়ারের আলো। ছবি Paris 2024 Olympics (English) X handle থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: অভূতপূর্ব উন্মাদনায় একেবারে অন্যরকমভাবে সূচনা হল ২০২৪-এর প্যারিস অলিম্পিক্সের। অলিম্পিক্সে যোগদানকারী অ্যাথলেটদের প্যারেডের মাধ্যমেই শুরু হল এবারের অলিম্পিক্স। তবে তা প্রধান স্টেডিয়ামে নয়, সেইন নদীর বুকে। ফ্রান্সের রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক সৌধকে সাক্ষী রেখে হল প্যারেড। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই বৃষ্টি হল ভালোই। তবে তা অনুষ্ঠানের মেজাজকে এতটুকু নষ্ট করতে পারেনি। অলিম্পিক্স প্যারেডের ভারতের পতাকাধারক ছিলেন পি ভি সিন্ধু এবং শরৎ কমল।

অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম মূল স্টেডিয়ামের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান উদযাপিত হল। নদীর তীর বরাবর বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে ৩ লক্ষ দর্শক ওই অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন। আর আশেপাশের বাড়িগুলির বারান্দা এবং অ্যাপার্টমেন্ট আরও অন্তত লাখদুয়েক মানুষ ওই অভিনব উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকলেন।

সেইন নদীর ৬ কিমি দীর্ঘ অংশে নৌবিহারের মাধ্যমে অ্যাথলেটদের নিয়ে ‘প্যারেড অফ নেশন্‌স’ আয়োজিত হল। চার ঘণ্টা ধরে চলল উদ্বোধনী অনুষ্ঠান।

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের খেলার একটা মজার ভিডিও দেখিয়ে সূচিত হল উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিক মশাল নিয়ে আসা হল ‘স্টাডে দে প্যারি’ থেকে উদ্বোধনী অনুষ্ঠানস্থলে। আর জিনেদিন জিদান, রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস, নাদিয়া কোমানেচি এবং কার্ল লিউইসকে সম্মাননা জানিয়ে শেষ হল অনুষ্ঠান। ‘গার্ডেন্স অফ টুইলারিস’-এ অলিম্পিক ক্যালড্রনে (কড়াই) আগুন দেওয়ার আগে মশালকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন ফ্রান্সের সোনাজয়ী শতায়ু অ্যাথলেট কার্লোস কোস্তে।

paris cauldron 27.07

অলিম্পিক ক্যালড্রনে আগুন দিচ্ছেন শতায়ু অ্যাথলেট কার্লোস কোস্তে। ছবি Paris 2024 Olympics (English) X handle থেকে নেওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করলেন মার্কিন গায়ক-অভিনেত্রী লেডি গাগা এবং কানাডার গায়ক সেলিন ডিওন। তাঁদের পরিবেশনায় ছিল প্যারিসের বিখ্যাত সৌধগুলোর কথা এবং অলিম্পিক্সের ১২টি থিমের কথা। এগুলির মধ্যে রয়েছে স্বাধীনতা, সমতা, সৌভ্রাতৃত্ব, ভগিনীত্ব, খেলোয়াড়ি মনোবৃত্তি, আমোদপ্রমোদ ইত্যাদি।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট থমাস বাখের ভাষণের পর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরঁ এবারের অলিম্পিক্স শুরু হওয়ার কথা ঘোষণা করেন। রিফিউজি অলিম্পিক টিম-সহ বিশ্বের ২০৬টি দেশ থেকে আসা অ্যাথলেটদের স্বাগত জানান। ‘দ্য বিটল্‌স’-এর প্রতিষ্ঠাতা বহুমুখী কিংবদন্তি জন লেননের কথা ধার করে বাখ ‘যুদ্ধ ও সংঘাতে জর্জরিত এই বিশ্বে’ সবাইয়ের একসঙ্গে এগিয়ে আসার কথা বলেন। থমাস বাখের ভাষণের আগে ফরাসি গায়ক এবং সংগীতরচয়িতা জুলিয়েট আর্মানেট পরিবেশন করেন লেননের ‘ইমাজিন’।

অলিম্পিক কড়াইটি বাঁধা ছিল একটা গরম এয়ার বেলুনের সঙ্গে। রাতের আকাশে তা উড়িয়ে দেওয়া হল। ফরাসি ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন আইফেল টাওয়ারে জ্বলে উঠল আলো। অ্যাথলেট আর দর্শককুল বিমোহিত।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতের পুরুষ ও মহিলা তিরন্দাজি দল পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version