Homeখবরদেশপ্রিয়ঙ্কা গান্ধীর হয়ে ওয়েনাডে প্রচারে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়: সূত্র

প্রিয়ঙ্কা গান্ধীর হয়ে ওয়েনাডে প্রচারে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়: সূত্র

প্রকাশিত

প্রাক-নির্বাচনী টানা পোড়েন এখন অতীত। সূত্রের খবর, প্রিয়ঙ্কার গান্ধী বঢরার (Priyanka Gandhi Vadra) হয়ে প্রচারে ওয়ানাড যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয়ঙ্কা গান্ধী ওয়ানাড থেকে তাঁর নির্বাচনী লড়াইয়ের অভিষেক করতে যাচ্ছেন। এনডিটিভি- প্রতিবেদন অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের সূত্র জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়ঙ্কার পক্ষে প্রচার চালাতে ইচ্ছুক।

গত ডিসেম্বরে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা প্রিয়ঙ্কাকে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছিলেন। ওই কেন্দ্রে দাঁড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী কেরলের ওয়ানাড এবং উত্তরপ্রদেশের রায়বরেলি, দু’টি আসনেই জয়লাভ করেন। রাহুল ওয়ানাডের আসন ছেড়ে রায়বেরেলি ধরে রেখেছেন। তিনি দ্বিতীয়বার ওয়ানাডে ৩.৬ লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন।

আপাতত তিহাড়েই থাকতে হবে কেজরিওয়ালকে, জামিনে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট

তবে রাজনৈতিক মহলের মতে, মমতা ও কংগ্রেসের মধ্যে নতুন করে সম্পর্ক জোড়া লাগার কারণ হল অধীররঞ্জন চৌধুরীর পরাজয়। অধীর চৌধুরী বহরমপুর আসনে পাঁচবার জয়ী হওয়ার পর এবার হেরে গিয়েছেন। তিনি বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগও করেছেন। যদি কংগ্রেস হাইকমান্ডের তরফে সেই পদত্যাগ গ্রহণ করা হয়েছে কি না তা জানানো হয়নি।

ঘটনাচক্রে অধীরের পদত্যাগ পর্বের মধ্যে রাজ্যে আসেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি বৈঠকও করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সূত্রের খবর সেই বৈঠকেই আলোচনা হয় প্রিয়ঙ্কার প্রচারে যাওয়া নিয়ে।

এমনিতে মমতা ও গান্ধী পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু ভোটের আগে থেকে অধীর চৌধুরীর কটাক্ষ তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দুরত্ব তৈরি করেছিল। তৃণমূল এবারের লোকসভা নির্বাচনে ৪২টি আসনের মধ্যে ২৯টি আসন জিতেছে। অধীর ইস্যু সমধান হতেই, ফের কংগ্রেসের পাশে আসছে তৃণমূল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।