Homeখবরদেশ'বার বার বেল,' নীতি আয়োগের বৈঠক 'ওয়াক আউট’ মমতার, পাল্টা জবাব নির্মলার

‘বার বার বেল,’ নীতি আয়োগের বৈঠক ‘ওয়াক আউট’ মমতার, পাল্টা জবাব নির্মলার

প্রকাশিত

নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠক থেকে ‘ওয়াক আউট’ করে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন, “মোদী সরকার বাংলা-সহ অ-বিজেপি শাসিত রাজ্যগুলিকে বঞ্চিত করছে। বৈঠকে আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি, তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছি।”

কলকাতায় ফিরে কেন্দ্রের বক্তব্যেরও কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যেখানে কেউ যায়নি, আমি সকলের হয়ে বলতে চেয়েছিলাম। আমার কথার মাঝে বারবার বেল বাজিয়ে থামানোর চেষ্টা করা হয়েছে। এই মানসিকতা, যে বঞ্চনার কথা শুনতেও পারে না, গণতন্ত্রের পরিপন্থী।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন খারিজ করে দেন। তিনি বলেন, “প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল এবং বাংলার মুখ্যমন্ত্রীকে থামানোর জন্য কোনও ঘণ্টা বাজানো হয়নি।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, “আমাদের লিখিত বক্তব্য সাত দিন আগে পাঠাতে বলা হয়েছিল। বাজেটে বাংলা-সহ বিরোধীরা ক্ষমতায় আছে যেখানে, সেই সব রাজ্যকে বঞ্চনা করা হয়েছে। এই বৈষম্য এবং রাজনৈতিক পক্ষপাত মানতে পারি না।”

বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার সম্মান রক্ষা করেছি, কোনও অবস্থাতেই আমাদের মাথা নত হতে দেব না। ভবিষ্যতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে পুনরায় ভাবতে হবে। সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।