Homeখবরদেশপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন মনমোহন সিংহের

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন মনমোহন সিংহের

প্রকাশিত

নয়াদিল্লি: শনিবার নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। সকাল থেকেই দিল্লির কংগ্রেস সদর দফতরে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ শায়িত রাখা হয়, যেখানে কংগ্রেস নেতৃত্ব ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁকে শ্রদ্ধা জানান।

শেষযাত্রায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খড়্গে সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, এবং বিজেপি নেতৃত্ব উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিদেশি শোকবার্তা ও সম্মান

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে নিজে এসে শ্রদ্ধা জানান মনমোহন সিংহকে। ভুটানে বিশেষ প্রার্থনার আয়োজনের পাশাপাশি সমস্ত দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মরিশাস সরকারও একইভাবে ভারতের দূতাবাসগুলিতে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে।

স্মৃতিসৌধ নিয়ে বিতর্ক

মনমোহন সিংহের শেষকৃত্যের স্থান নিয়ে কেন্দ্র এবং কংগ্রেসের মধ্যে দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়। কংগ্রেস দাবি করে, তাঁর শেষকৃত্য যমুনার তীরের কোনও জায়গায় হোক, যেখানে স্মৃতিসৌধ নির্মাণ সম্ভব। রাজঘাটের নিকটবর্তী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটলবিহারী বাজপেয়ীর মতো রাষ্ট্রনায়কদের স্মৃতিসৌধের সঙ্গে মনমোহনের স্থান হোক, এমনটাই চেয়েছিল কংগ্রেস।

তবে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, স্মৃতিসৌধ তৈরির জন্য স্থান দেওয়া হবে, কিন্তু প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিছু সময় লাগবে। আপাতত নিগমবোধ ঘাটেই প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের ব্যবস্থা করা হয়।

এক অধ্যায়ের অবসান

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী এবং তার আগে রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা মনমোহন সিংহের প্রয়াণে দেশে শোকের ছায়া। নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে একটি যুগের অবসান ঘটাল। স্মৃতিসৌধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র এবং কংগ্রেসের মধ্যে আলোচনার পর নেওয়া হবে বলে জানা গিয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।