Homeখবরদেশ'জায়গা দেওয়া হবে, নোংরা রাজনীতি' করছে কংগ্রেস, মনমোহন স্মৃতি সৌধ বিতর্কে তোপ...

‘জায়গা দেওয়া হবে, নোংরা রাজনীতি’ করছে কংগ্রেস, মনমোহন স্মৃতি সৌধ বিতর্কে তোপ বিজেপির

প্রকাশিত

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রয়াণের পর শনিবার তাঁর অন্ত্যেষ্টির আগে স্মৃতিসৌধ গঠনের প্রস্তাব নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই বিতর্কে এবার কংগ্রেস বিরুদ্ধে স্মৃতিসৌধ করা নিয়ে ‘নোংরা রাজনীতি’র অভিযোগ তুলল গেরুয়া শিবির।

বৃহস্পতিবার দিল্লির এইমস হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করে, যেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে, সেই স্থানে মনমোহন সিং-এর স্মৃতিসৌধ গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রীদের অন্ত্যেষ্টি স্থানে স্মৃতিসৌধ গঠনের ঐতিহ্য বজায় রাখতেই এই প্রস্তাব।”

এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, মনমোহ সিং-এর স্মৃতিসৌধ গঠনের জন্য স্থান বরাদ্দ করা হবে। তবে এর মধ্যেই অন্ত্যেষ্টি ও অন্যান্য আনুষ্ঠানিকতা চালিয়ে যাওয়া যেতে পারে।

অন্য দিকে, কংগ্রেস নেতা জয়রাম রমেশ কেন্দ্রের সমালোচনা করে বলেন, “স্মৃতিসৌধের জন্য স্থান খুঁজে না পাওয়ার বিষয়টি জনগণের কাছে অপমানজনক। এটি দেশের প্রথম শিখ প্রধানমন্ত্রীর প্রতি অসম্মান।”

বিজেপি পাল্টা কংগ্রেসকে “নোংরা রাজনীতি” না করার পরামর্শ দিয়েছে। তারা উল্লেখ করে, “প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও-এর মৃত্যুর পর কংগ্রেস তাঁর প্রতি যে ব্যবহার করেছিল, তা সবাই জানে। এমনকি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যাও টুইটে কংগ্রেসের আচরণের সমালোচনা করেছিলেন।”

মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং নরসিমা রাও সরকারের অধীনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

তাঁর মরদেহ শনিবার সকাল ৮:৩০ থেকে এক ঘণ্টার জন্য এআইসিসি সদর দপ্তরে রাখা হবে, যাতে জনগণ এবং কংগ্রেস কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। এরপর তাঁর মরদেহ ৯:৩০-এ যাত্রা করে ১১:৪৫-এ নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

আরও পড়ুন

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।