HomeখবরদেশMCC NEET UG কাউন্সেলিং ২০২৪: কোথায়, কী ভাবে প্রথম রাউন্ডের জন্য রেজিস্টার...

MCC NEET UG কাউন্সেলিং ২০২৪: কোথায়, কী ভাবে প্রথম রাউন্ডের জন্য রেজিস্টার করবেন

প্রকাশিত

সর্বভারতীয় স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি (NEET UG ) নিয়ে বিতর্কের শেষ নেই। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। তদন্তে সিবিআই। এরই মধ্যে কাউন্সেলিংও হওয়ার কথা ছিল। সূত্রের খবর, কাউন্সেলিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC) যথাসময়ে কাউন্সেলিং শুরু করবে বলে জানা গিয়েছে। যেসব প্রার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা কাউন্সেলিং রাউন্ডের জন্য এমসিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে mcc.nic.in-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

MCC NEET UG কাউন্সেলিং ২০২৪: কোথায়, কীভাবে প্রথম রাউন্ডের জন্য রেজিস্টার করবেন

যে সমস্ত প্রার্থীরা MCC NEET UG কাউন্সেলিংয়ের জন্য আবেদন করতে চান তাঁরা নীচের ধাপগুলি অনুসরণ করতে পারেন

১.MCC-র অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in-এ যান।

২.হোম পেজে MCC NEET UG কাউন্সেলিং 2024 রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন।

৩.রেজিস্ট্রেশনের বিস্তারিত লিখুন এবং Submit- এ ক্লিক করুন।

৪.এখন অ্যাকাউন্টে লগইন করুন।

৫.আবেদনপত্র পূরণ করুন এবং আবেদন ফি জমা করুন।

৬.এরপর Submit-এ ক্লিক করুন এবং পেজটি ডাউনলোড করুন।

৭.পরবর্তীতে প্রয়োজনের জন্য একই হার্ড কপি রাখুন।

MCC NEET কাউন্সেলিং সর্বভারতীয় কোটার ১৫ শতাংশ আসন এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের (আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ার ডেন্টিস্ট্রি ফ্যাকাল্টি) অধীনে কলেজগুলির আসনগুলির জন্য পরিচালিত হবে। থাকবে কর্মচারী ইন্স্যুরেন্স কর্পোরেশন (ESIC) এবং আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, পুনে-ও। ওয়েবসাইটে পাওয়া গেলে বিস্তারিত প্রকাশ করা হবে। আরও সম্পর্কিত বিশদের জন্য, প্রার্থীরা এমসিসি-র অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন।

বলে রাখা ভালো, পরীক্ষক সংস্থা এনটিএ (NTA) এর আগে সুপ্রিম কোর্টকে বলেছিল যে কাউন্সেলিং প্রক্রিয়া ৬ জুলাই, ২০২৪-এ শুরু হবে। তবে, শনিবার নিট আয়োজক সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে অনির্দিষ্টকালের জন্য নিট-ইউজির কাউন্সেলিং স্থগিত করে দেওয়া হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

আরও পড়ুন

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।