গুজরাতের ধরপুর পাতানের GMERS মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের কারণে প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রথম বর্ষের ছাত্র অনিল মেথানিয়া এবং আরও কয়েকজন নতুন ছাত্রকে, তৃতীয় বর্ষের সিনিয়ররা হোস্টেলে তিন ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছিল। ‘ইনট্রোডাকশন’ নামে সিনিয়ররা তাঁদের দাঁড় করিয়ে রাখে।
১৮ বছর বয়সী অনিল মেথানিয়া তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করার পর পুলিশে তিনি অভিযোগ করেছিলেন যে, সিনিয়ররা তাঁকে তিন ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছিল। কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তার রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।
অনিলের খুড়তুতো ভাই ধর্মেন্দ্র জানিয়েছেন, তাঁরা গুজরাতের সুরেন্দ্রনগর জেলায় থাকে, যা পাতান থেকে ১৫০ কিলোমিটারেরও বেশি দূরে। তিনি বলেন, “গতকাল আমরা কলেজ থেকে ফোন পাই যে অনিল অজ্ঞান হয়ে পড়েছে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে এসে জানতে পারি যে তৃতীয় বর্ষের ছাত্ররা তাঁকে র্যাগিং করেছে। আমরা ন্যায়বিচার চাই।”।
এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উত্তজেনা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরও খবরের জন্য এখানে ক্লিক করুন