ওডিশার বালেশ্বর জেলায় কলেজ ছাত্রীকে যৌন হেনস্থার জেরে আত্মহত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে ঘটল নারকীয় হামলা। এবার পুরী জেলায় মাত্র ১৫ বছরের এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে খুনের চেষ্টা করল তিন অজ্ঞাতপরিচয় যুবক। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, ওই কিশোরী নিজের বন্ধুর বাড়িতে বই দিতে যাচ্ছিল। মাঝপথে একটি বাইকে করে তিন যুবক এসে তার মুখে রুমাল চেপে ধরে অচেতন করে ফেলে। এরপর তাঁকে একটি নদীর ধার ঘেঁষা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় ওই তিন দুষ্কৃতী।
কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে। এক গ্রামবাসী তাঁর গায়ে কাপড় চাপিয়ে দ্রুত নিয়ে যান পিপিলি কমিউনিটি হেলথ সেন্টারে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কিশোরীকে স্থানান্তর করা হয় ভুবনেশ্বর AIIMS-এ।
AIIMS সূত্রে জানা গিয়েছে, কিশোরীর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে, বিশেষ করে নিচের অংশে। তাঁর চিকিৎসার জন্য AIIMS-এর প্লাস্টিক সার্জারি ও বার্ন ইউনিটের প্রধান ডঃ সঞ্জয় গিরির নেতৃত্বে ১৪ সদস্যের একটি বিশেষ চিকিৎসক দল গঠন করা হয়েছে। সরকার নির্দেশ দিয়েছে, চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় কিশোরীর শারীরিক অবস্থার আপডেট দেবে এই টিম।
পুরী জেলার দায়িত্বপ্রাপ্ত ডিজি পুনক মিশ্র জানিয়েছেন, এখনও পর্যন্ত হামলাকারীদের শনাক্ত করা যায়নি। কোনও ব্যক্তিগত শত্রুতা বা প্রেমঘটিত প্রতিশোধের তত্ত্ব নস্যাৎ করেছে মেয়েটির পরিবার। অভিযুক্তদের খুঁজে বের করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
এই ঘটনায় রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে। নারী সুরক্ষার প্রশ্নে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।