Homeখবরদেশমণিপুরে আরও তিন দিন বন্ধ মোবাইল ইন্টারনেট, কতটা নিয়ন্ত্রণে পরিস্থিতি

মণিপুরে আরও তিন দিন বন্ধ মোবাইল ইন্টারনেট, কতটা নিয়ন্ত্রণে পরিস্থিতি

প্রকাশিত

মণিপুর সরকারের পক্ষ থেকে বুধবার আবারও একটি নির্দেশিকা জারি করা হল। যেখানে জানানো হয় যে, রাজ্যের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। এর আগে গত ১৬ নভেম্বর থেকে রাজ্য সরকার অশান্তি রোধে দু’দিন মোবাইল ইন্টারনেট সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। যাতে অশান্তি ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার মতো কোনো ধরনের কন্টেন্ট ছড়িয়ে না পড়ে, সে কারণেই এই সিদ্ধান্ত।

এর আগে, সোমবারও এই সাসপেনশন আরও দু’দিন বাড়ানো হয়েছিল। বুধবার নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, কাকচিং, বিশনপুর, থৌবল, চুরাচান্দপুর এবং কাংপোকপির মতো মণিপুরের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা আরও তিন দিন স্থগিত থাকবে।

১৬ নভেম্বর থেকে রাজ্য প্রশাসন মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দুটোই স্থগিত করেছিল। তবে, মঙ্গলবার সাধারণ মানুষকে কিছুটা সুবিধা দিতে ব্রডব্যান্ড সেবা আবার চালু করা হয়, যাতে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য অফিসগুলোর কাজকর্ম চালু থাকে।

অন্যদিকে, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং কাকচিং জেলার বাজারগুলোতে কিছুটা সময়ের জন্য কারফিউ শিথিল করা হলে কিছুটা প্রাণচাঞ্চল্য দেখা গেছে। ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কারণে মানুষ বাজারে বেরিয়ে আসতে শুরু করে এবং পেট্রোল পাম্পে লম্বা লাইন দেখা যায়। তবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই ছিল।

এই অশান্তির শুরু হয় জিরিবাম জেলার ছয় নাগরিকের খুন হওয়ার পর। যাঁদের মধ্যে তিনজন মহিলা এবং তিনজন শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র নিন্দার বয়ে যায়। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, নাগা মহিলা ইউনিয়ন এই হত্যাকাণ্ডের জন্য শোক প্রকাশ করে এবং একে “নির্দয় হত্যাকাণ্ড” হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সশস্ত্র দলগুলোকে নারী ও শিশুদের বিরুদ্ধে হিংসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, “বিপর্যস্ত মানুষের উপর আক্রমণ করা চরম অপরাধ ছাড়া আর কিছু নয় এবং এটা এক ধরনের কাপুরুষতার পরিচয়।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।