Homeখবরদেশহিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক...

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

প্রকাশিত

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে একতার বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, “এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান – এই নীতিতে সমাজ গঠনের মাধ্যমে মিলিতভাবে হিন্দু সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

পাঁচদিনের সফরে ১৭ এপ্রিল থেকে আলিগড়ে অবস্থান করছেন ভাগবত। এই সময় তিনি দু’টি শাখায়— HB ইন্টার কলেজ ও পঞ্চন নগরী পার্কে — স্বয়ংসেবকদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেখানেই জাতি ও সামাজিক বিভেদের অবসান ঘটিয়ে ঐক্যের মাধ্যমে ভারতের বৈশ্বিক শান্তির বার্তা পালনের দায়িত্ব তুলে ধরেন তিনি।

আরএসএস সূত্রে জানা গেছে, মোহন ভাগবত তাঁর বক্তব্যে হিন্দু সমাজের ভিত্তি হিসেবে “সংস্কার” বা মূল্যবোধকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, সমাজ গঠনের মূল ভিত্তি হল পরিবার, এবং সেই পরিবার সংস্কার থেকেই শক্তি অর্জন করে। তাই পরিবারকেন্দ্রিক মূল্যবোধ ও ঐতিহ্যের রক্ষা আবশ্যিক।

তিনি স্বয়ংসেবকদের আহ্বান জানান, সমাজের প্রত্যেক স্তরের মানুষের সঙ্গে সংযোগ গড়ে তুলতে, এবং তাঁদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে। সকলের সঙ্গে উৎসব পালনের মধ্য দিয়ে জাতীয়তাবাদ এবং সামাজিক সংহতি মজবুত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া, আরএসএসের প্রতিষ্ঠা শতবর্ষ উদযাপন উপলক্ষে চলতি বিজয়াদশমী থেকে শুরু হতে চলা বিশেষ কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবেই ব্রজ অঞ্চলের প্রচারকদের সঙ্গে প্রতিদিন বৈঠক করছেন ভাগবত।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।