Homeখবরদেশহিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক...

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

প্রকাশিত

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে একতার বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, “এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান – এই নীতিতে সমাজ গঠনের মাধ্যমে মিলিতভাবে হিন্দু সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

পাঁচদিনের সফরে ১৭ এপ্রিল থেকে আলিগড়ে অবস্থান করছেন ভাগবত। এই সময় তিনি দু’টি শাখায়— HB ইন্টার কলেজ ও পঞ্চন নগরী পার্কে — স্বয়ংসেবকদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেখানেই জাতি ও সামাজিক বিভেদের অবসান ঘটিয়ে ঐক্যের মাধ্যমে ভারতের বৈশ্বিক শান্তির বার্তা পালনের দায়িত্ব তুলে ধরেন তিনি।

আরএসএস সূত্রে জানা গেছে, মোহন ভাগবত তাঁর বক্তব্যে হিন্দু সমাজের ভিত্তি হিসেবে “সংস্কার” বা মূল্যবোধকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, সমাজ গঠনের মূল ভিত্তি হল পরিবার, এবং সেই পরিবার সংস্কার থেকেই শক্তি অর্জন করে। তাই পরিবারকেন্দ্রিক মূল্যবোধ ও ঐতিহ্যের রক্ষা আবশ্যিক।

তিনি স্বয়ংসেবকদের আহ্বান জানান, সমাজের প্রত্যেক স্তরের মানুষের সঙ্গে সংযোগ গড়ে তুলতে, এবং তাঁদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে। সকলের সঙ্গে উৎসব পালনের মধ্য দিয়ে জাতীয়তাবাদ এবং সামাজিক সংহতি মজবুত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া, আরএসএসের প্রতিষ্ঠা শতবর্ষ উদযাপন উপলক্ষে চলতি বিজয়াদশমী থেকে শুরু হতে চলা বিশেষ কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবেই ব্রজ অঞ্চলের প্রচারকদের সঙ্গে প্রতিদিন বৈঠক করছেন ভাগবত।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।