ত্রিপুরা : জমজমাট ত্রিপুরার রাজনৈতিক মহল। ফের সে রাজ্যে প্রচারে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বক্সনগরে সভা করার কথা রয়েছে অভিষেকের। গত পরশু অর্থাৎ শুক্রবার কদমতলা কুর্তি এবং কমলপুর আসনে সভা করেছেন অভিষেক।
একদিকে যখন ঘাসফুল ফোটাতে মরিয়া চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই জমি শক্ত করছে বিজেপিও। শনিবারের পর ফের সোমবার। ত্রিপুরায় নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার ত্রিপুরায় দুটি পরপর সভা করেছেন তিনি। মঞ্চ থেকে বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে, সোমবার আগরতলার আস্তাবল ময়দানে সভা করবেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘কেরলে দুই দল কুস্তি করছে আর ত্রিপুরায় দোস্তি করছে’। সাধারণ মানুষকে সাবধান করে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘জনগণের দ্বারা প্রত্যাখ্যাত দুই দল আবার হাত মিলিয়েছে। মাথায় রাখবেন ওদের একটা ভোট দেওয়া মানে ত্রিপুরাকে আবার পিছিয়ে দেওয়া’।
উল্লেখ্য, আগামী সপ্তাহেই ভোট ত্রিপুরায়। কোমড় বেঁধে ময়দানে নেমেছে সব রাজনৈতিক দল। মঙ্গলবার যখন একদিকে প্রচার সারলেন মমতা ঠিক তখনই অন্যদিকে প্রচার সারলেন শুভেন্দু। আর এবার সোমবার ত্রিপুরায় জমজমাট সভা করবেন অভিষেক- মোদি। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন তাঁরা এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।