ভারতের আর্থিক রাজধানী মুম্বই, এশিয়ার ‘বিলিয়নিয়ার রাজধানী’ হিসেবে শীর্ষস্থান দখল করেছে। ২০২৪ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী, মুম্বই এখন বেজিংকে টপকে এশিয়ার সবচেয়ে বেশি বিলিয়নিয়ারের শহর হিসেবে শীর্ষে। মুম্বইতে এখন ৩৮৬ জন বিলিয়নিয়ার রয়েছেন। ৫৮ জন নতুন বিলিয়নিয়ার যুক্ত হওয়ার কারণে তালিকার শীর্ষে চলে এসেছে মুম্বই ।
হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের তথ্য অনুসারে, মুম্বই এখন এই তালিকার ২৫ শতাংশ বিলিয়নিয়ারের বাসভূমি। মুম্বইয়ের পরেই রয়েছে দেশের রাজধানী দিল্লি, যেখানে ১৮ জন নতুন বিলিয়নিয়ার যুক্ত হওয়ার ফলে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে।
এছাড়াও, হায়দরাবাদ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে বেঙ্গালুরুকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে। হায়দরাবাদে ১৭ জন নতুন বিলিয়নিয়ার যুক্ত হয়েছেন, যার ফলে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। অন্যদিকে বেঙ্গালুরুতে ১০০ জন বিলিয়নিয়ারের বাস।
চিনের যে কোনো ফন্দিকে হার মানাবে আইএনএস আরিঘাট, পারমাণবিক সাবমেরিনের বিশেষত্ব শুনে কাঁপবে শত্রু দেশ!
অন্য শীর্ষ ধনী শহরগুলির মধ্যে রয়েছে চেন্নাই (৮২), কলকাতা (৬৯), আহমেদাবাদ (৬৭), পুনে (৫৩), সুরাট (২৮) এবং গুরুগ্রাম (২৩)।
হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৪ অনুযায়ী, মুম্বই এখন বিশ্বের তৃতীয় শীর্ষ বিলিয়নিয়ার শহর, যেখানে নিউ ইয়র্ক (১১৯) এবং লন্ডন (৯৭) প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। মুম্বইতে নতুন ২৬ জন ধনী ব্যক্তি রয়েছেন, যাদের মোট সম্পত্তির পরিমাণ ৪৪৫ বিলিয়ন ডলার। এই বিশাল অগ্রগতির ফলে মুম্বইকে এশিয়ার বিলিয়নিয়ারদের কেন্দ্র হিসেবে গণ্য করা হচ্ছে।


