Homeখবরদেশনাগপুরে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ফাহিম খান, শুরুতে এফআইআরে নাম ছিল না ধৃতের!

নাগপুরে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ফাহিম খান, শুরুতে এফআইআরে নাম ছিল না ধৃতের!

প্রকাশিত

নাগপুরের মহাল এলাকায় সোমবার রাতে ছড়িয়ে পড়ে হিংসার ঘটনা। সেই ঘটনায় গ্রেফতার মাইনরিটিজ ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) সভাপতি ফাহিম খান। পুলিশের ধারণা, হিংসার ঘটনায় অন্যতম উসকানিদাতা ফাহিম।

গণেশপেঠ থানার পুলিশ ফাহিম গ্রেফতার করে। তিনি যশোধরা নগর এলাকার বাসিন্দা। ফাহিম-সহ ২৬ জনকে ২১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

অভিযোগ দায়েরের পর, গণেশপেঠ থানার বাইরে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা ও সংখ্যালঘু কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে একটি ভিডিও রেকর্ড করেন ফাহিম। যা পরে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, শুরুতে এফআইআরে নাম ছিল না ফাহিমের। তবে জনতাকে উসকানি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই জনতাই পরে পুলিশের ওপর হামলা চালায় এবং শহরের কেন্দ্রে সহিংসতা ছড়িয়ে দেয়, যার কেন্দ্রবিন্দু ছিল মহাল এলাকা।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, “তিনি যদি মূল ষড়যন্ত্রকারী নাও হন, তবে নিশ্চিতভাবেই উসকানিদাতা ছিলেন। জনতাকে পুলিশের বিরুদ্ধে উস্কানি দিতে দেখেছি আমরা।”

সোমবার গভীর রাতে ছড়িয়ে পড়া হিংসার ঘটনায় ব্যাপক অগ্নিসংযোগ, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

এই সংঘর্ষ আরএসএস সদর দফতরের মাত্র ২ কিলোমিটার দূরে শুরু হয়, যেখানে ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে বিক্ষোভ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দাঙ্গা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন দাঙ্গা দমন কমান্ডো, দুই আইপিএস অফিসার ও দুই জন দমকলকর্মী আহত হন।

বিক্ষুব্ধ জনতা দুটি জেসিবি মেশিন, ৪০টি গাড়ি পুড়িয়ে দেয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে অন্তত ৫০ জনকে গ্রেফতার করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাগপুর সংঘর্ষের রিপোর্ট চেয়েছে।

সূত্রের দাবি, সংঘর্ষের সূত্রপাত হয় গুজব ছড়িয়ে পড়ায়। ডানপন্থী কর্মীরা মহাল গেটের কাছে শিবাজি মূর্তির সামনে ঔরঙ্গজেবের কুশপুত্তলিকা এবং ধর্মীয় চাদর পুড়িয়ে দিয়েছে বলে গুজব ছড়ায়।

বিক্ষোভকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালে চিৎনিস পার্ক চকে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক পাথর ছোঁড়া হয়। হিংসা ছড়িয়ে পড়লে পুলিশের পক্ষ থেকে ১৬৩ ধারার আওতায় কারফিউ জারি করা হয়।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশেষ করে মহাল, চিৎনিস পার্ক ও ভলদারপুরা এলাকায়। ফোয়ারা চক, গান্ধী পুতলা চক ও বদকাস চক সিল করে দেওয়া হয়। দাঙ্গা নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়।

নাগপুর পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) মিলে ঘটনার তদন্ত করছে। পুলিশের ধারণা, সংঘর্ষ ছড়ানোর পেছনে সোস্যাল মিডিয়ায় প্রচারিত মিথ্যা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এখন পর্যন্ত ছয়টি এফআইআরে ১,২০০ জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরাও রয়েছেন। সংঘর্ষে ৭০ জন আহত হয়েছেন, যার মধ্যে ৩৪ জন পুলিশ সদস্য। দু’জন সাধারণ নাগরিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গণেশপেঠ থানায় দায়ের করা একটি এফআইআরে উল্লেখ করা হয়েছে যে, সংঘর্ষ চলাকালীন এক মহিলা পুলিশ অফিসারকে হেনস্থা করা হয়।

এফআইআরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা ওই অফিসারের পোশাক ও শরীরে হাত দেয় এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে।

পুলিশ জানিয়েছে, দাঙ্গাকারীরা সংঘর্ষের সময় পেট্রোল বোমা ও পাথর ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোয় নিম্নচাপ! বাংলায় কতটা প্রভাব, জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হচ্ছে। ওড়িশা-অন্ধ্র উপকূলে প্রবেশ করলেও সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কতটা প্রভাব পড়বে বাংলায় জানাল আবহাওয়া দফতর।

সাশ্রয়ী মূল্যর বড়ো ডিসপ্লেওয়ালা Samsung Galaxy Tab A11 আনল Samsung

স্যামসাং ভারতে লঞ্চ করল Galaxy Tab A11। বড়ো ডিসপ্লে, Helio G99 চিপসেট, 5G কানেক্টিভিটি ও 5100mAh ব্যাটারি সহ আসছে এই ট্যাব। দাম শুরু মাত্র ১২,৯৯৯ টাকা।

কী কারণে অশান্ত লাদাখ? বিক্ষোভ নিয়ে কী অবস্থান রাজনৈতিক দলগুলির?

কেন উত্তপ্ত লাদাখ? এই অঞ্চলে অস্থিরতার পেছনের রাজনৈতিক ও সামাজিক কারণগুলো কী? পড়ুন লাদাখের মানুষের মূল দাবি, যেমন পূর্ণ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ।

এশিয়া কাপ: ফাইনালে ভারত, ৩ বল বাকি থাকতেই গুঁড়িয়ে গেল বাংলাদেশ

ভারত: ১৬৮-৬ (অভিষেক শর্মা ৭৫, হার্দিক পাণ্ড্য ৩৮, শুভমন গিল ২৯, রিশাদ হোসেন ২-২৭) বাংলাদেশ:...

আরও পড়ুন

কী কারণে অশান্ত লাদাখ? বিক্ষোভ নিয়ে কী অবস্থান রাজনৈতিক দলগুলির?

কেন উত্তপ্ত লাদাখ? এই অঞ্চলে অস্থিরতার পেছনের রাজনৈতিক ও সামাজিক কারণগুলো কী? পড়ুন লাদাখের মানুষের মূল দাবি, যেমন পূর্ণ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...