একটি ঐতিহাসিক মাইলফলক ছুঁলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার, ২৫ জুলাই ২০২৫-এ তিনি টানা ৪,০৭৮ দিন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেন। এইভাবে তিনি টপকে গেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে, যাঁর একটানা প্রধানমন্ত্রী থাকার মেয়াদ ছিল ৪,০৭৭ দিন (২৪ জানুয়ারি, ১৯৬৬ থেকে ২৪ মার্চ, ১৯৭৭)।
এই নজিরবিহীন অর্জনের ফলে নরেন্দ্র মোদী হলেন ভারতের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম সময় একটানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ডধারী। তাঁর আগে রয়েছেন শুধুমাত্র দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু।
৪,০৭৮ দিনের এই যাত্রায় নরেন্দ্র মোদী শুধু রাজনৈতিকভাবে নয়, নানাভাবে ইতিহাস গড়েছেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে জন্মানো প্রথম এবং একমাত্র প্রধানমন্ত্রী তিনি। তিনি সবচেয়ে দীর্ঘমেয়াদি অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী এবং অ-হিন্দিভাষী রাজ্য থেকে আসা দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রীও বটে।
মোদীই একমাত্র অ-কংগ্রেসি নেতা যিনি টানা দুটি পূর্ণ মেয়াদ শেষ করে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনবারই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লোকসভায় পৌঁছেছেন। এই নজির এর আগে কেবলমাত্র ইন্দিরা গান্ধীরই ছিল।
এছাড়াও, মোদী একমাত্র প্রধানমন্ত্রী যিনি জওহরলাল নেহরুর মতোই তাঁর রাজনৈতিক দলের নেতা হিসেবে টানা তিনটি লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন (২০১৪, ২০১৯, ২০২৪)। রাজ্য এবং কেন্দ্র মিলিয়ে তিনি মোট ছ’টি নির্বাচনে দলের মুখ হিসেবে জয়ী হয়েছেন — গুজরাট (২০০২, ২০০৭, ২০১২) এবং লোকসভা (২০১৪, ২০১৯, ২০২৪)।
গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ দশক ধরে প্রশাসনিক অভিজ্ঞতার পর ২০১৪ সালে ঐতিহাসিক জয়ের মাধ্যমে দিল্লির কুর্সিতে বসেন মোদী। তার পর থেকে বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্বে দৃঢ় ও আত্মবিশ্বাসী এক নেতার ছাপ রেখে চলেছেন তিনি।