Homeদিবসভারতে কবে থেকে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস, জানুন এই দিনটির ইতিহাস...

ভারতে কবে থেকে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস, জানুন এই দিনটির ইতিহাস ও গুরুত্ব

প্রকাশিত

চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাঁদের কঠোর পরিশ্রমকে উপেক্ষা করা যায় না। চিকিৎসকরা সমাজে ঈশ্বরের মর্যাদা পেয়েছেন। নিজেদের জীবনের চিন্তা না করে সমাজ ও দেশের সেবায় দিনরাত কাজ করে যাচ্ছেন তাঁরা।

তাঁদের এই নিরলস পরিশ্রমকে সম্মান জানাতে বছরের একটি নির্দিষ্ট দিন তাঁদের জন্য উৎসর্গ করা হয়েছে। আর ওই দিনটি সারাদেশে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস (National Doctors’ Day 2023) হিসেবে। তবে, বিশ্বের অন্যান্য দেশে বিভিন্ন তারিখে চিকিৎসক দিবস পালিত হয়।

১ জুলাই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় ভারতে। ১৯৯১ সালে প্রথম বার এই দিনটি পালিত হয়। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডা. বিধানচন্দ্র রায়ের (Dr. Bidhan Chandra Roy) প্রতি সম্মান জানিয়েই এই তারিখটি বেছে নেওয়া হয়েছে।

বিধানচন্দ্র এক দিকে ছিলেন বিশিষ্ট চিকিৎসক, অন্য দিকে বাংলার মুখ্যমন্ত্রী। এ ছাড়াও তাঁর আরেক পরিচয় বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী হিসেবেও। ১৯৬১ সালের ৪ ফেব্রুয়ারি ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করা হয় তাঁকে।

ডা. বিধানচন্দ্র রায় ১৮৮২ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। বিহারের পটনা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল প্রকাশচন্দ্র রায়। পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ডাক্তারি পড়া শেষ করেন। এর পর তিনি লন্ডন থেকে এফআরসিএস এবং এমআরসিপি ডিগ্রি অর্জন করেন। ভারতীয় হওয়ার কারণে লন্ডনে ভর্তি হতে বাধার মুখেও পড়তে হয় তাঁকে। তবে তাতে হাল ছেড়ে দেওয়ার মতো ছিলেন না এবং আবেদন করতে থাকেন লাগাতার।

তাঁর মৃত্য়ুর তারিখটিও একই। ১৯৬২ সালের ১ জুলাই প্রয়াত হন ডা. বিসি রায়। সমাজকল্যাণে প্রচুর অবদান রেখেছিলেন তিনি। দেশের বহু চিকিৎসা প্রতিষ্ঠান, বিশেষ করে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন ডা. বিধানচন্দ্র রায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যেতে হবে না আধার সেবা কেন্দ্রে, অ্যাপ ব্যবহার করেই করা যাবে আপডেট, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেও ‘আধার ডেটা ভল্ট’

এবার ঘরে বসেই আধার কার্ডের আপডেট হবে নতুন ই-আধার মোবাইল অ্যাপের মাধ্যমে। একইসঙ্গে UIDAI চালু করেছে ‘আধার ডেটা ভল্ট’ — যা আধার সংক্রান্ত ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত রাখবে এনক্রিপশন প্রযুক্তিতে।

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

জমি ও বাড়ি কেনাবেচায় আর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে পুরসভার নথিতে নতুন মালিকের নাম যুক্ত হবে—রাজ্য সরকারের নতুন উদ্যোগে সহজ হবে প্রক্রিয়া।

বাঘশুমারির কারণে ১১ ও ১২ ডিসেম্বর বন্ধ থাকছে সুন্দরবনের জলপথ ভ্রমণ

ডিসেম্বরের ১১ ও ১২ তারিখ সুন্দরবনে বন্ধ থাকছে জলপথে পর্যটন। বাঘশুমারির প্রথম পর্যায়ের কাজ চলবে এই দুই দিনে। পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে টাইগার রিজ়ার্ভ কর্তৃপক্ষ।

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

আরও পড়ুন

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...

বিহারে ভোট রেকর্ড! প্রথম দফায় ৬৪.৬৬% ভোট, আগের নির্বাচনের তুলনায় প্রায় ৯% বেশি — কারণ কি এসআইআর?

বিহারের প্রথম দফার ভোটে রেকর্ড অংশগ্রহণ — ৬৪.৬৬% ভোট পড়েছে ১২১টি কেন্দ্রে। আগের লোকসভা ও বিধানসভা ভোটের তুলনায় ভোট বৃদ্ধি প্রায় ৯ শতাংশ, এসআইআর পরবর্তী বিতর্ক সত্ত্বেও ভোটার সংখ্যা কমেনি।