চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল ফের একবার জেলার জয়জয়কার। পাশের হার দাঁড়িয়েছে ৯৩.৭২ শতাংশ, যা গত ১৪ বছরে সর্বোচ্চ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালের পর এটিই সর্বাধিক সাফল্যের বছর।
জেলাভিত্তিক ফলাফলে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে পাশের হার ৯৬.৭২ শতাংশ। দ্বিতীয় স্থানে নদিয়া এবং তৃতীয় স্থানে হাওড়া। তবে আশ্চর্যের বিষয়, রাজ্যের রাজধানী কলকাতা পাশের হারে পিছিয়ে থেকে ১২তম স্থানে রয়েছে।
এবারের মেধা তালিকায় প্রথম দশে জায়গা পেয়েছেন ৬৯ জন পরীক্ষার্থী, যার মধ্যে তিনজন ছাত্রী। তাঁদের মধ্যে ৬৮ জনই বিজ্ঞান বিভাগের, আর মাত্র একজন বাণিজ্য বিভাগের।
তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় মেধাতালিকার প্রথম দশে থাকা ৫৫ জন পরীক্ষার্থীই রামকৃষ্ণ মিশনের ছাত্র। এর মধ্যে ৩১ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং ২৪ জন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এবারে প্রথম হয়েছেন দু’জন ছাত্র — প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের। তাঁরা পেয়েছেন ৯৮.৯৭ শতাংশ নম্বর, যা এই বছরের সর্বোচ্চ স্কোর।
সংসদের কর্মকর্তারা জানিয়েছেন, সামগ্রিকভাবে পরীক্ষার্থীদের পারফরম্যান্সে শিক্ষার মান বৃদ্ধি ও পরিকাঠামোগত উন্নতির প্রতিফলন স্পষ্ট।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us