শনিবারের জন্য নির্ধারিত ন্যাশানাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) কাউন্সেলিং স্থগিত করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এ দিনই জানা গেল, সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার কাউন্সেলিং এই মাসের শেষের দিকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। সরকারি সূত্র উদ্ধৃত করে এমনটাই জানানো হয়েছে হিন্দুস্থান টাইমস – এর রিপোর্ট।
সূত্রটি জানিয়েছে, কিছু মেডিক্যাল কলেজে অনুমতিপত্র দেওয়ার প্রক্রিয়া এখনও চলছে এবং অতিরিক্ত আসন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
একটি সরকারী সূত্র জানিয়েছে, “প্রথম রাউন্ডেই নতুন কলেজগুলির আসন নেওয়া যেতে পারে, তা নিশ্চিত করার জন্য অনুশীলন শেষ হওয়ার পরে কাউন্সেলিংয়ের তারিখ ঘোষণা করা হবে”।
সূত্রটি আরও জানিয়েছে, এই মাসের (জুলাই) শেষের দিকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে।
এ বছরের ৫ মে নিট ইউজির আয়োজন করা হয়েছিল। গত ৪ জুন হঠাৎ করে ফলাফল প্রকাশ করে দেয় এনটিএ। এর পরই মেডিক্যাল প্রবেশিকায় প্রশ্ন ফাঁস হয়েছে বলে ওঠে অভিযোগ। শুধু তাই নয়, এই ইস্যুতে সুপ্রিম কোর্টে দায়ের হয় একাধিক মামলা। আদালতের কাছে নিট ইউজি পুরোপুরি বাতিলের দাবি জানানো হয়েছে।
চলতি বছরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-আন্ডারগ্র্যাজুয়েট (NEET-UG) নিয়ে বিতর্কের শেষ নেই। প্রশ্নফাঁস এবং ফলাফলে অনিয়মের জন্য পরীক্ষা বাতিল করার জন্য ক্রমবর্ধমান দাবির মধ্যে, কেন্দ্রীয় সরকার এবং এনটিএ শুক্রবার সুপ্রিম কোর্টকে বলেছে, পরীক্ষা বাতিল করা যথোপযুক্ত সিদ্ধান্ত নয়। কারণ এর ফল বিপরীতমুখী হতে পারে। এতে লক্ষ লক্ষ সৎ প্রার্থীও “গুরুতরভাবে বিপদে পড়তে পারে”।
প্রসঙ্গত, নিট কাউন্সেলিং সর্বভারতীয় কোটার ১৫ শতাংশ আসন এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের (আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ার ডেন্টিস্ট্রি ফ্যাকাল্টি) অধীনে কলেজগুলির আসনগুলির জন্য পরিচালিত হবে। থাকবে কর্মচারী ইন্স্যুরেন্স কর্পোরেশন (ESIC) এবং আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, পুনে-ও। ওয়েবসাইটে পাওয়া গেলে বিস্তারিত প্রকাশ করা হবে। আরও সম্পর্কিত বিশদের জন্য, প্রার্থীরা এমসিসি-র অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন।
আরও পড়ুন: MCC NEET UG কাউন্সেলিং ২০২৪: কোথায়, কী ভাবে প্রথম রাউন্ডের জন্য রেজিস্টার করবেন