ইংল্যান্ড: ১ (বুকায়ো সাকা) (৫) সুইৎজারল্যান্ড: ১ (ব্রিল এমবোলো) (৩)
খবর অনলাইন ডেস্ক: পেনাল্টি শুট-আউটের ৫টি কিকেরই সদ্ব্যবহার করল গত ইউরোর রানার্স আপ ইংল্যান্ড। অতিরিক্ত সময়-সহ নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকায় পেনাল্টি শুট-আউটে গড়ায়। পেনাল্টি শুট-আউটে তারা সুইৎজারল্যান্ডকে ৫-৩ গোলে পরাজিত করে। জিততে পারলে এই প্রথম ইউরোর সেমিফাইনালে যেত সুইৎজারল্যান্ড। তাদের সেই স্বপ্নভঙ্গ হল। ইংল্যান্ডের বুকায়ো সাকা ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন।
শনিবার রাতে (ভারতীয় সময়) ডুসেলডর্ফের ডুসেলডর্ফ আরেনায় আয়োজিত ম্যাচে দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে গোল করে এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। কিন্তু তাদের সেই এগিয়ে থাকা মাত্র ৫ মিনিট জারি থাকে। ৮০ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও ফয়সালা না হওয়ায় ম্যাচ পেনাল্টি শুট-আউটে গড়ায়। শেষ পর্যন্ত ৫-৩ গোলে জিতে ইংল্যান্ড চলে গেল সেমিফাইনালে। সেমিফাইনালে তারা নেদারল্যান্ডস বনাম তুরস্ক ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।
নির্ধারিত সময়ে ফল ১-১
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। এই অর্ধে বলের উপর দখলদারি ইংল্যান্ডের বেশি থাকলেও তারা সেভাবে আক্রমণ চালায়নি সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। গোল করার মতো ভালো সুযোগও তৈরি করতে পারেনি। গোল লক্ষ্য করে কোনো শটও কোনো দলই নিতে পারেনি।
গোল লক্ষ্য করে প্রথম শট হয় দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে এবং সেটি নেয় সুইৎজারল্যান্ড। রেমো ফ্রয়লার বল পাঠান ব্রিল এমবোলোকে। এজরি কোনসাকে কাটিয়ে এমবোলো ইংল্যান্ডের গোল লক্ষ্য করে যে শট নেন তা ধরতে কোনো অসুবিধা হয়নি গোলকিপার জর্ডান পিকফোর্ডের। সমানে সমানে খেলা চলতে থাকে। শেষ পর্যন্ত ম্যাচের ৭৫ মিনিটে ব্রিল এমবোলোর গোলে এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। মাঝমাঠের ডান দিকে ড্যান নডয়েকে বল দেওয়ার জন্য ফাবিয়ান শার একটি থ্রু বাড়ান। নডয়ে সেই বল ছ’ গজি বক্স লক্ষ্য করে পাঠিয়ে দেন। ইংল্যান্ডের জন স্টোনস বলটি আটকানোর চেষ্টা করেন। কিন্তু বল চলে যায় এমবোলোর কাছে। ফাঁকা গোলে গোল দিয়ে দেন এমবোলো।
মাত্র ৫ মিনিট এগিয়ে ছিল সুইৎজারল্যান্ড। ম্যাচের ৮০ মিনিটেই গোল শোধ করে দেয় ইংল্যান্ড। ডেক্ল্যান রাইস বল পাস করেন বুকায়ো সাকাকে। বল নিয়ে পেনাল্টি এরিয়ার ঠিক বাইরে এসে সেখান থেকে গোল লক্ষ্য করে সাকা যে শট করেন তা গোলে ঢুকে যায়। ম্যাচের ফল দাঁড়ায় ১-১। নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ যায় অতিরিক্ত সময়ে। আধ ঘণ্টার অতিরিক্ত সময়েও ফল ১-১-ই থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে।

‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ বুকায়ো সাকাকে (ডানদিকে) অভিনন্দন সতীর্থের। ছবি UEFA EURO 2024 ‘X’ handle থেকে নেওয়া।
পেনাল্টি শুট-আউটে ফয়সালা
ইংল্যান্ডের কোল পালমার প্রথম শটে গোল করেন। ইংল্যান্ড এগিয়ে যায় ১-০ গোলে।
সুইৎজারল্যান্ডের মানুয়েল আকানজির শট লক্ষ্যভ্রষ্ট হয়। ইংল্যান্ড এগিয়ে থাকে ১-০ গোলে।
এবার পেনাল্টি থেকে গোল করেন জুড বেলিংহাম। ইংল্যান্ড এগিয়ে যায় ২-০ গোলে।
ফাবিয়ান শার সুইৎজারল্যান্ডের দ্বিতীয় পেনাল্টি মিস করেননি। ইংল্যান্ড এগিয়ে থাকে ২-১ গোলে।
এবার ইংল্যান্ডের বুকায়ো সাকা গোল করে দলকে এগিয়ে দেন ৩-১ গোলে।
সুইৎজারল্যান্ডের হয়ে গোল করেন জারদান শাকিরি। ম্যাচের ফল দাঁড়ায় ইংল্যান্ডের পক্ষে ৩-২।
এবার ইংল্যান্ডের পালা। গোল করেন ইভান টোনি। ইংল্যান্ড এগিয়ে যায় ৪-২ গোলে।
এবার সুইৎজারল্যান্ডের হয়ে গোল করেন জেকি আমদুনি। ইংল্যান্ড এগিয়ে থাকে ৪-৩ গোলে।
ইংল্যান্ডের হয়ে পঞ্চম পেনাল্টি শটে গোল করেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। ম্যাচের ফল দাঁড়ায় ইংল্যান্ডের পক্ষে ৫-৩।
পেনাল্টি শুট-আউটের দশম শট তথা সুইৎজারল্যান্ডের পঞ্চম শট নেওয়া আর প্রয়োজন হল না। পেনাল্টি শুট-আউটে ৫-৩ গোলে জিতে ইংল্যান্ড চলে গেল এবারের ইউরো কাপের সেমিফাইনালে।
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: জার্মানির আশাভঙ্গ, জয়ের ধারা অক্ষুণ্ণ রেখে সেমিফাইনালে স্পেন
ইউরো কাপ ২০২৪: পর্তুগালকে পেনাল্টি শুট-আউটে হারিয়ে ফ্রান্স সেমিফাইনালে স্পেনের মুখে