Homeজন্মজয়ন্তীসুভাষের জাতীয়তাবাদী রাজনীতির গুরু দেশবন্ধু

সুভাষের জাতীয়তাবাদী রাজনীতির গুরু দেশবন্ধু

প্রকাশিত

সালটা ১৯২৩-২৪। তখনও ওতোপ্রতভাবে রাজনীতিতে প্রবেশ করেননি স্বাধীনতার সংগ্রামের অন্যতম কান্ডারি নেতাজি সুভাষচন্দ্র বসু। তখন একজন সাংবাদিক রূপেই সংবাদপত্রে লেখালেখি করছিলেন। যদিও সেই সময়কালেই বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন তিনি। যার হাত ধরে তিনি রাজনীতিতে প্রবেশ করলেন তিনি বাংলার মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস।

জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন কলকাতা পৌর সংস্থার মেয়র হন তখন তার অধীনে কর্মরত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সালটা ১৯২৪। চিত্তরঞ্জন দাসের এমন কিছু গুন ছিল যা আকৃষ্ট করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের মত আদর্শবাদী তরুণকে। অবশেষে তার হাত ধরেই তিনি প্রবেশ করলেন জাতীয়তাবাদী রাজনীতিতে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাস সেই সময় বাংলায় আগ্রাসী জাতীয়তাবাদের মুখপাত্র। সেই সময় সুভাষচন্দ্র বসু সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক হিসেবে নির্বাচিত হন সেই সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জন দাশের প্রতিষ্ঠিত পত্রিকার সম্পাদকের ভূমিকা পালন করেন।

১৯২৪ সালে চিত্তরঞ্জন দাস যখন কলকাতার মেয়র, ঠিক তখন নেতাজি কলকাতা পৌর সংস্থার প্রধান নির্বাহী কার্যকর্তা। ঠিক তার এক বছর পর সুভাষচন্দ্র বসুকে গ্রেফতার করে পাঠানো হয় মান্দালয়ের কারাগারে।১৯২৭ সালে সেখান থেকে ছাড়া পান তিনি। এরপর শুরু হয় আসল যুদ্ধ। দেশকে স্বাধীন করার লক্ষে জেল থেকে মুক্তি পাবার পর জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে জহরলাল নেহেরুর সঙ্গে কাজ শুরু করেন। ১৯২৮ সালে কলকাতায় জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার আয়োজন করেন তিনি। সেই সময় তিনি কংগ্রেসের স্বেচ্ছাসেবক বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং। যদিও তার কিছুদিন পরেই আইন অমান্য আন্দোলনের জন্য জেলে পাঠানো হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে। ১৯৩০ সালে নির্বাচিত হন কলকাতার মেয়র হিসেবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।