Homeখবরদেশসুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে জামিনে মুক্তি দিল দিল্লির...

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে জামিনে মুক্তি দিল দিল্লির আদালত

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্ট ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রবীর পুরকায়স্থের গ্রেফতার অবৈধ ঘোষণা করার পর দিল্লির আদালত তাঁকে জামিনে মুক্তি দিল।

১ লক্ষ টাকা জামিন-বন্ডে প্রবীর পুরকায়স্থকে মুক্তি দেওয়ার পাশাপাশি পাটিয়ালা হাউস কোর্ট তিনটি শর্ত আরোপ করেছে। এক, এই মামলার সাক্ষীদের সঙ্গে এবং রাজসাক্ষীর সঙ্গে তিনি যোগাযোগ করতে পারবেন না; দুই, মামলা সম্পর্কে কোথাও কিছু বলতে পারবেন না; এবং তিন, মামলা চলাকালীন আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না।    

এর আগে বুধবারই প্রবীর পুরকায়স্থকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলে, দিল্লি পুলিশ বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে প্রবীর পুরকায়স্থকে যে গ্রেফতার করেছে তা অবৈধ।    

বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি সন্দীপ মেহতাকে নিয়ে গঠিত বেঞ্চ বলে, কীসের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হল হেফাজতে পাঠানোর আগে তা লিখিতভাবে প্রবীর পুরকায়স্থকে বা তাঁর কৌঁসুলিকে জানানো হয়নি।

আইনের দৃষ্টিকোণ থেকে প্রবীর পুরকায়স্থের গ্রেফতার ও তাঁকে হেফাজতে পাঠানো অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট তাঁর মুক্তির নির্দেশ দেয়। বন্ডের ভিত্তিতে নিউজক্লিকের এডিটরকে অবিলম্বে জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ক্ষেত্রে ট্রায়াল কোর্টকেই জামিনের শর্ত ধার্য করতে বলা হয়।

দিল্লি পুলিশের বিশেষ সেল গত অক্টোবরে ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং মানবসম্পদ (এইচ আর) প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে এবং নভেম্বরে বিচার বিভাগীয় হেফাজতে নেয়। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস্‌’-এ প্রকাশিত এক খবরের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়। ওই খবরে বলা হয়েছিল, ‘নিউজক্লিক’ মার্কিন কোটিপতি নেভিল রয় সিংহমের কাছ থেকে টাকা পেয়েছে। এই নেভিল রয় সিংহম ভারতে এবং বিদেশে চিনা প্রচার ছড়িয়ে দেওয়ার ব্যাপারে অভিযুক্ত। অমিত চক্রবর্তী পরে এই মামলায় রাজসাক্ষী হন। গত মার্চে দিল্লির একটি আদালতে এই মামলার চার্জশিট পেশ করা হয়।     

দিল্লি পুলিশের এফআইআর-এ বলা হয়েছিল, এই নিউজ পোর্টালটির বিরুদ্ধে অভিযোগ, তারা ভারতের সার্বভৌমত্বকে ব্যাহত করতে এবং দেশে অসন্তোষ তৈরি করতে চিনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়েছে। এর পাশাপাশি দিল্লি পুলিশ তার চার্জশিটে জানায়, প্রবীর পুরকায়স্থ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি অ্যান্ড সেক্যুলারিজম (প্যাডস) নামে একটি গোষ্ঠীর সঙ্গে ষড়যন্ত্র করে নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করেছেন।

আরও পড়ুন

ইন্ডিয়া জোট সরকার গঠন করলে বাইরে থেকে সমর্থন, কেন বললেন মমতা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।