Homeখবরদেশ'ইন্ডিয়া' জোটের আহ্বায়ক পদে কে? খড়্গে-রাহুলের সঙ্গে কথা নীতীশের

‘ইন্ডিয়া’ জোটের আহ্বায়ক পদে কে? খড়্গে-রাহুলের সঙ্গে কথা নীতীশের

প্রকাশিত

ফের সক্রিয় হয়ে উঠেছেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ সভাপতি নীতীশ কুমার। কয়েক দিন ধরেই বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আহ্বায়ক পদে তাঁর নাম নিয়ে জোর জল্পনা চলছে। এরই মধ্যে সূত্রের খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল গান্ধীর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। ফোনে কথা বলেছেন অন্য আঞ্চলিক নেতাদের সঙ্গেও।

লোকসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে বিরোধী জোট ইন্ডিয়া-র সামনে এখন আসন ভাগাভাগি, আহ্বায়ক এবং কী ভাবে পারস্পরিক বিরোধের অবসান ঘটানো যায়, এমন অনেক প্রশ্ন রয়ে গেছে। এরই মধ্যে খবর,চলতি সপ্তাহে ‘ইন্ডিয়া’র নেতাদের ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা। সেখানেই আহ্বায়ক পদে নীতীশের নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

সূত্রের খবর, জোটের বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার সময় খড়্গে এবং রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন নীতীশ কুমার। সূত্রের খবর, নীতীশ কুমার জোট সংক্রান্ত বেশকিছু বিষয় নিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনাও করেন।

ওই সূত্রের দাবি, ইতিমধ্যেই জোটের বৃহত্তম দল কংগ্রেসের তরফে এ বিষয়ে সম্মতি পর পরই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং নীতীশের আলোচনাও হয়েছে। পৃথক ভাবে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন নীতীশ। অন্য দিকে, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র নেতা অরবিন্দ কেজরীওয়াল আগে নীতীশের নামে সম্মতি দিয়েছেন।

বিরোধী জোটের শেষ বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে খড়্গের নাম প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাব সমর্থন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। এর পরেই জল্পনা শুরু হয়ে যায় যে নীতীশ কুমার এতে ক্ষুব্ধ। যদিও নীতীশ কুমার এই জল্পনা অস্বীকার করেন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ফোনে কথাও বলেন। তার পরই জোটের আহ্বায়ক পদে নীতীশের নাম নিয়ে জল্পনা শুরু হয়। জোটের অধিকাংশ দলই এ বিষয়ে একমত হলেও মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে এখনও কিছু বলেননি।

আরও পড়ুন: রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, উত্তপ্ত সন্দেশখালি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।