মধ্যপ্রদেশে এক অদ্ভুত ঘটনা! এক যুবক ট্রেনের বগির চাকায় চেপে প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছেন। ঘটনাটি ঘটেছে ২৪ ডিসেম্বর। দানাপুর এক্সপ্রেস ইটারসি থেকে দীর্ঘ যাত্রার পর জবলপুর স্টেশনে পৌঁছায়। সেখান থেকে ট্রেনটি বেরিয়ে যাওয়ার সময় ঘটনাটি ধরা পড়ে।
রুটিন নজরদারির সময় রেল কর্মীরা এস-৪ কোচের নীচে এক যুবককে শুয়ে থাকতে দেখেন। তাঁর নিরাপত্তার কথা ভেবে তাঁরা সঙ্গে সঙ্গে লকো পাইলটকে ওয়ারলেসের মাধ্যমে ঘটনার কথা জানালে ট্রেনটি থামানো হয়।
রেলকর্মীরা ওই যুবককে কোচের নিচ থেকে বের হতে বলেন। জিজ্ঞাসাবাদে যুবক জানান, তাঁর টিকিট কেনার টাকা ছিল না এবং তিনি এমন বিপজ্জনক উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছিলেন।
রেল সুরক্ষা বাহিনীর (RPF) কর্মকর্তা জানান, যুবক মানসিক ভাবে সুস্থ ছিলেন না বলে মনে হয়েছে। তাঁর আচরণ দেখে ধারণা করা হচ্ছে যে তিনি মানসিক সমস্যায় ভুগছেন।
যুবকের পরিচয় এখনও অজানা। ক্যারেজ ও ওয়াগন বিভাগের কর্মীরা তাঁকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেন। তবে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে রেল কর্মকর্তারা যুবকের পরিচয় এবং তাঁর বাসস্থানের তথ্য জানার চেষ্টা করছেন।
A man travelled 250 km from Itarsi to #Jabalpur by hiding between the wheels of an express train without a ticket, due to lack of money
— The Times Of India (@timesofindia) December 27, 2024
Know more🔗https://t.co/OvfcO3qyN1#MadhyaPradesh #Train #ViralVideo pic.twitter.com/tLxUAgLdhu
বর্তমানে এই ঘটনা তদন্ত শুরু করেছে আরপিএফ। যুবকের এই বিপজ্জনক যাত্রার কারণ এবং প্রেক্ষাপট বোঝার চেষ্টা চলছে।
তথ্য: টাইমস অব ইন্ডিয়া