Homeখবরদেশধর্ষণ আইনে 'বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই', সুপ্রিম কোর্টে...

ধর্ষণ আইনে ‘বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই’, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

প্রকাশিত

নয়াদিল্লি: সম্প্রতি সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে ‘বৈবাহিক ধর্ষণ’কে ধর্ষণ আইনে অপরাধ হিসেবে গণ্য করার কোনও প্রয়োজন নেই। তাদের মতে, এই বিষয়ে অন্যান্য “সঠিকভাবে পরিকল্পিত শাস্তিমূলক ব্যবস্থা” বিদ্যমান রয়েছে। কেন্দ্র আরও দাবি করেছে যে বৈবাহিক ধর্ষণের বিষয়টি আইনগত নয় বরং সামাজিক সমস্যা। এর প্রভাব সমাজে সরাসরি পড়ে।

কেন্দ্রের বক্তব্য অনুযায়ী, বিবাহের ক্ষেত্রে মহিলার সম্মতি কখনোই উপেক্ষার নয় এবং যেকোনো ধরনের লঙ্ঘন হলে তার জন্য শাস্তির ব্যবস্থা থাকা উচিত। তবে তারা বলেছে, বিবাহের মধ্যে যে ধরনের লঙ্ঘন ঘটে, তা বাইরের লঙ্ঘনের থেকে ভিন্ন। বিবাহিত দম্পতির মধ্যে যৌন সম্পর্কের যে একটি চলমান প্রত্যাশা থাকে, সেটি স্বামীকে তার স্ত্রীর বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপনে জোর করা বা চাপ দেওয়ার অধিকার দেয় না। কেন্দ্রীয় সরকারের মতে, এ ধরনের কর্মকাণ্ডের জন্য কাউকে ধর্ষণ আইনের অধীনে শাস্তি দেওয়া অত্যধিক এবং অযৌক্তিক হতে পারে।

কেন্দ্র সরকার আরও জানিয়েছে, সংসদ ইতিমধ্যেই বিবাহিত মহিলাদের সম্মতি রক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বিবাহিত মহিলাদের প্রতি নিষ্ঠুরতা দণ্ডনীয় আইন এবং ২০০৫ সালের গৃহ সহিংসতা প্রতিরোধ আইন।

সামাজিক ও আইনি প্রেক্ষাপটে বিবাহের ভিত্তি যৌন সম্পর্কের উপর নির্ভরশীল নয়। কেন্দ্রীয় সরকার যুক্তি দিয়েছে যে যদি আইনসভা মনে করে যে বিবাহের প্রতিষ্ঠানের রক্ষা জরুরি, তবে আদালতের পক্ষ থেকে এই পদক্ষেপ বাতিল করা উচিত নয়।

এমন অবস্থায়, বিষয়টি নিয়ে আরও আলোচনা ও সমস্ত সংশ্লিষ্ট মহলের মতামত গ্রহণের প্রয়োজনীয়তার উপর কেন্দ্র জোর দিয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।