Homeখবরদেশভয়াবহ বন্যা ও ভূমিধস উত্তর-পূর্বে, মৃত ৪৪, অসমে বিপর্যস্ত ২১ জেলা

ভয়াবহ বন্যা ও ভূমিধস উত্তর-পূর্বে, মৃত ৪৪, অসমে বিপর্যস্ত ২১ জেলা

প্রকাশিত

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: উত্তর-পূর্ব ভারতে ক্রমাগত প্রবল বৃষ্টি, ভূমিধস ও নদীর জলস্ফীতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য অসম যেখানে ২১টি জেলার ৬.৩৩ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। এর আগের দিন এই সংখ্যা ছিল ৫.১৫ লক্ষ।

অসমের হাইলাকান্দি, শ্রীভূমি, মরিগাঁও, কাছার, শোনিতপুর ও তিনিসুকিয়ায় একাধিক মৃত্যু ঘটেছে। এছাড়া মণিপুরে বন্যায় এবং অরুণাচল প্রদেশে দেয়াল ধসে মৃত্যু হয়েছে আরও দু’জনের। চলতি বছরে শুধুমাত্র অসমেই বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১২-তে।

কেন্দ্রীয় জল কমিশনের তথ্য অনুযায়ী, যোরহাটের নিয়ামতীঘাট ও তেজপুরে ব্রহ্মপুত্র নদ বিপদসীমার ওপরে বইছে। শ্রীভূমিতে প্রায় ২.৩১ লক্ষ, নগাঁওয়ে ১ লক্ষ এবং কাছারে প্রায় ৮৯ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। ১৫০০-এর বেশি গ্রাম জলের নিচে, এবং ডুবে গেছে ১৪ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি।

অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ASDMA) জানিয়েছে, প্রায় ৪০ হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বরাক উপত্যকায় বরাক নদী এবং তার উপনদী ধোলেশ্বরী, রুকনি, কুশিয়ারার জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গেছে।

অপরদিকে, মণিপুরে আক্রান্তের সংখ্যা একদিনেই দ্বিগুণ হয়েছে, প্রায় ৫৬ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.০৮ লক্ষে। ৯টি জায়গায় ভূমিধস হয়েছে এবং ১০০০-এর বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে।

অরুণাচল প্রদেশে আঞ্জাও জেলার একটি নির্মাণস্থলে দেয়াল ধসে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। বর্তমানে রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে মোট মৃতের সংখ্যা ১১।

বন্যার কবলে কাজিরঙা, উদ্ধার বাঘের শাবক

ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কাজিরঙা জাতীয় উদ্যানে। জলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বন্যপ্রাণীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে সংলগ্ন উঁচু এলাকাগুলোর দিকে চলে যাচ্ছে। বুধবার সকালে গহপুর সমষ্টির গমিরির মিরি মাঠে একটি বাঘের শাবক উদ্ধার হয়েছে। বাঁশঝাড়ের ভিতরে আটকে থাকা অবস্থায় শাবকটি স্থানীয় বাসিন্দা মণি দাসের নজরে আসে। বনদপ্তর তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে।

উল্লেখযোগ্য, কাজিরঙার ষষ্ঠ সংযোজনে জলমগ্নতার কারণে অনেক বন্যপ্রাণী ছড়িয়ে পড়েছে জনবসতিতে, যা মানুষের নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।