বোর্ডের পরীক্ষা চলছিল। পরীক্ষা দিয়ে হস্টেলে ফিরে আসার পরই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ঘটনা। প্রসব যন্ত্রণা শুরু হয় এক দশম শ্রেণির ছাত্রীর। ওডিশার মালকানগিরি জেলার একটি রাজ্য পরিচালিত আবাসিক স্কুলে ওই ছাত্রীর সন্তান জন্ম দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে স্কুল প্রশাসন ও হোস্টেল ব্যবস্থাপনার কোনও গাফিলতি ছিল কি না, তা নিয়েও অনুসন্ধান চলছে।
স্কুলের প্রধান শিক্ষক জানান, ছাত্রীদের হস্টেলে পুরুষদের প্রবেশের অনুমতি নেই। তিনি বলেন, “আমরা জানি না কীভাবে সে গর্ভবতী হল। নিয়ম অনুযায়ী স্বাস্থ্যকর্মীরা প্রতি সপ্তাহে হোস্টেলের সমস্ত ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন। এই ঘটনা প্রমাণ করছে যে, স্বাস্থ্যকর্মী তার দায়িত্ব যথাযথভাবে পালন করেননি।”
স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় ওই ছাত্রী ও নবজাতককে প্রথমে চিত্রাকোন্ডা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে মালকানগিরি জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও সন্তান দু’জনেই স্থিতিশীল রয়েছেন।
ঘটনার পর ছাত্রীর পরিবার প্রশ্ন তুলেছে, কী ভাবে এতদিন গর্ভাবস্থা অজানা রইল এবং প্রসববেদনা না হওয়া পর্যন্ত কেউ তা টের পেল না। জেলা সমাজকল্যাণ দফতরের আধিকারিক শ্রীনিবাস আচার্য জানিয়েছেন, ছাত্রীটি ছুটিতে বাড়ি গিয়েছিল। সম্ভবত ওই সময়ই সে গর্ভবতী হয়েছিল। ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে।