Homeখবরদেশসরকারি স্কুলের হস্টেলে সন্তানের জন্ম দিল দশম শ্রেণির ছাত্রী, তদন্তের নির্দেশ

সরকারি স্কুলের হস্টেলে সন্তানের জন্ম দিল দশম শ্রেণির ছাত্রী, তদন্তের নির্দেশ

প্রকাশিত

বোর্ডের পরীক্ষা চলছিল। পরীক্ষা দিয়ে হস্টেলে ফিরে আসার পরই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ঘটনা। প্রসব যন্ত্রণা শুরু হয় এক দশম শ্রেণির ছাত্রীর। ওডিশার মালকানগিরি জেলার একটি রাজ্য পরিচালিত আবাসিক স্কুলে ওই ছাত্রীর সন্তান জন্ম দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে স্কুল প্রশাসন ও হোস্টেল ব্যবস্থাপনার কোনও গাফিলতি ছিল কি না, তা নিয়েও অনুসন্ধান চলছে।

স্কুলের প্রধান শিক্ষক জানান, ছাত্রীদের হস্টেলে পুরুষদের প্রবেশের অনুমতি নেই। তিনি বলেন, “আমরা জানি না কীভাবে সে গর্ভবতী হল। নিয়ম অনুযায়ী স্বাস্থ্যকর্মীরা প্রতি সপ্তাহে হোস্টেলের সমস্ত ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন। এই ঘটনা প্রমাণ করছে যে, স্বাস্থ্যকর্মী তার দায়িত্ব যথাযথভাবে পালন করেননি।”

স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় ওই ছাত্রী ও নবজাতককে প্রথমে চিত্রাকোন্ডা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে মালকানগিরি জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও সন্তান দু’জনেই স্থিতিশীল রয়েছেন।

ঘটনার পর ছাত্রীর পরিবার প্রশ্ন তুলেছে, কী ভাবে এতদিন গর্ভাবস্থা অজানা রইল এবং প্রসববেদনা না হওয়া পর্যন্ত কেউ তা টের পেল না। জেলা সমাজকল্যাণ দফতরের আধিকারিক শ্রীনিবাস আচার্য জানিয়েছেন, ছাত্রীটি ছুটিতে বাড়ি গিয়েছিল। সম্ভবত ওই সময়ই সে গর্ভবতী হয়েছিল। ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।