এক আদিবাসী তরুণীকে চরম নিন্দনীয় নির্যাতন। যা শুধু একজন নারীরই, গোটা সমাজের লজ্জা!
ওড়িশার বালাঙ্গির জেলার একটি গ্রামে এক ২০ বছর বয়সি আদিবাসী তরুণীকে শারীরিক নিগ্রহের অভিযোগ। ওই তরুণী অভিযোগ করেছেন, অভিযুক্ত ব্যক্তি তাঁকে মারধর করেন। জাত তুলে গালিগালাজ করেন এবং মুখে মানুষের মল পুরে দিয়ে খাওয়ানোর চেষ্টা করেন।
ঘটনাটি ঘটেছে ১৬ নভেম্বর, যখন ওই তরুণী গ্রাম পুকুরে স্নান শেষে বাড়ি ফিরছিলেন। অভিযোগে বলা হয়েছে, গ্রামবাসী অভয় বাঘ তাঁকে আক্রমণ করেন এবং জাত তুলে অবমাননাকর মন্তব্য করেন।
ঘটনার পর ভুক্তভোগী তরুণী বঙ্গমুণ্ডা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর নথিভুক্ত হয়েছে।
তরুণীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত অভয় বাঘ প্রথমে তাঁর বুকে আঘাত করেন, যার ফলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাঁর বৃদ্ধা মা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্ত তাঁরও গলা টিপে করার চেষ্টা করেন এবং অপমানজনক ভাষা ব্যবহার করেন। অভিযোগে আরও বলা হয়েছে, অভয় বাঘ ওই তরুণীর মুখে মল ভরে দিয়ে সেটি খাওয়ানোর চেষ্টা করেন।
তরুণী দাবি করেছেন, অভিযুক্ত তাঁর কৃষিজমিতে ট্র্যাক্টর চালিয়ে ফসল নষ্ট করছিলেন। তিনি প্রতিবাদ জানানোয় এই ঘটনা ঘটেছে।
কান্তাবাঞ্জি সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) গৌরাংচরণ সাহু সংবাদ মাধ্যমের কাথে জানিয়েছেন, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তবে তাঁকে গ্রেফতার করার চেষ্টা চালানো হচ্ছে।
ঘটনাটি স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তারা দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়ে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছে।
স্থানীয় সমাজকর্মী অজিত জোশি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। প্রশাসন যেন দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে যথাযথ শাস্তির ব্যবস্থা করে।”