Homeখবরদেশসুপ্রিম কোর্টে ঝুলেই রইল নিট মামলার শুনানি, এ বার প্রশ্ন বিভ্রাটের জবাব...

সুপ্রিম কোর্টে ঝুলেই রইল নিট মামলার শুনানি, এ বার প্রশ্ন বিভ্রাটের জবাব চায় আদালত

প্রকাশিত

একটি প্রশ্ন, দুটি উত্তর? এ বার নিট (NEET) পরীক্ষা নিয়ে আইআইটি- র বিশেষজ্ঞ দল বা এক্সপার্ট প্যানেলের মতামত চাইল সুপ্রিম কোর্ট।

সোমবার আর এক দফায় শুনানি হল নিট মামলার। প্রশ্ন ফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পুনরায় পরীক্ষার আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সকাল সাড়ে ১০ টায় এই মামলার শুনানি শুরু করে। অনেকেই আশা করেছিলেন, আজই হয়তো ইতিবাচক কিছু ঘটবে। কিন্তু এ বার পদার্থবিদ্যার একটি প্রশ্নের উত্তর নিয়ে বিভ্রাট ধরা পড়ল। যার জেরে ফের শুনানি হবে আগামীকাল, মঙ্গলবার।

মামলাকারীর আইনজীবী আদালতে জানান, পদার্থবিদ্যার একটি প্রশ্নের ৪ নম্বর বিকল্প বা অপশনটিও ঠিক আবার ২ নম্বর অপশনটিও ঠিক। এনসিইআরটির নতুন সংস্করণ অনুসারে প্রথনমটি ঠিক আর দ্বিতীয়টি ঠিক পুরনো সংস্করণ অনুসারে। বিভ্রান্তির কারণে মামলাকারী প্রশ্নটি এড়িয়ে যান। কিন্তু শীর্ষ আদালতে তিনি জানান, যাঁরা ২ নম্বর অপশনটি বেছে নিয়েছেন, তাঁদেরও নম্বর দেওয়া হয়েছে। তাঁদের গ্রেস মার্ক দেওয়া হয়েছিল।

এতে প্রধান বিচারপতি বলেন, “নির্দেশগুলি হল সর্বশেষ এনসিইআরটি সংস্করণ অনুসারে। চতুর্থ বিকল্প হল সর্বশেষ এনসিইআরটি সংস্করণ অনুসারে সঠিক উত্তর। তাহলে যাঁরা ২ নম্বর বিকল্প উত্তর দিয়েছেন তাঁদের পূর্ণ নম্বর দেওয়া যাবে না।”প্রধান বিচারপতি জানতে চান, কেন ২ নম্বর অপশন উত্তর দেওয়া পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হয়েছিল?

জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, দুটোই ছিল সম্ভাব্য উত্তর। তিনি বলেন। গরিব পরীক্ষার্থীরা নতুন বই কিনতে পারেননি। তাঁরা অনেকেই দাদা -দিদিদের পুরনো বই পড়ে পরীক্ষা দিয়েছিল।তবে প্রধান বিচারপতি বলেন, “অপশন ২-এ নম্বর দিয়ে আপনি নিজের নিয়মের বিরুদ্ধে যাচ্ছেন, কারণ এনসিইআরটি-র নয়া সংস্করণ অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল।”

তিনি বলেন, “নম্বর দেওয়ার ক্ষেত্রে আপনাকে যে কোনো একটি বিকল্প বেছে নিতে হবে। উভয়ই সহাবস্থান করতে পারে না”। সমস্যা সমাধানের জন্য, প্রধান বিচারপতি বলেন , “আইআইটি দিল্লি থেকে বিশেষজ্ঞের মতামত চাওয়া উচিত। আমরা আইআইটি দিল্লির ডিরেক্টরকে সংশ্লিষ্ট বিষয়ের তিনজন বিশেষজ্ঞের একটি দল গঠন করার জন্য অনুরোধ করছি। তাঁর দ্বারা গঠিত বিশেষজ্ঞ দলকে সঠিক বিকল্পের বিষয়ে মতামত তৈরি করতে এবং আগামীকাল দুপুর ১২টার মধ্যে রেজিস্টারের কাছে মতামত পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।” তার পর ফের শুনানি হবে।

আরও পড়ুন: পরীক্ষার আগেই ফাঁস হয় নিট প্রশ্ন, মানল সুপ্রিম কোর্ট

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...