ভারতের ৭টি রাজ্যে অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল সাফল্য অর্জন করেছে বিরোধী INDIA ব্লক, ১৩টি আসনের মধ্যে ১০টি আসনে জয়লাভ করেছে তারা। গত মাসে তৃতীয়বারের মতো কেন্দ্রে ক্ষমতায় ফিরে আসা বিজেপি এই উপনির্বাচনে মাত্র দুটি আসন দখল করতে পেরেছে।
পাঞ্জাবের জলন্ধর ওয়েস্ট আসনে আপের মহিন্দর ভগত ২৩,০০০ ভোটের ব্যবধানে বড় জয় লাভ করেছেন। অন্যদিকে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তার আধিপত্য বজায় রেখে রাজ্যের চারটি আসন দখল করেছে।
হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকুর স্ত্রী কমলেশ ঠাকুরের দেহরা আসনে বিজয়ের মাধ্যমে উল্লেখযোগ্য অভিষেক হয়েছে। কংগ্রেস নালাগড় আসনটি দখল করে তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে, তবে বিজেপি হামিরপুর আসনে বিজয়ী হয়েছে।
বিজয়ের পরে মুখ্যমন্ত্রী সুখু বলেন, “হিমাচল প্রদেশের মানুষ সরকার পতনের ষড়যন্ত্রের যথাযথ জবাব দিয়েছেন। ২০২২ সালে মানুষ আমাদের ৪০টি আসন দিয়েছে। এই জয় প্রমাণ করে যে, রাজ্যের মানুষ সচেতন এবং জাগ্রত, এবং এই ধরনের ষড়যন্ত্র কাজ করবে না।”
উপনির্বাচনে ভরাডুবি বিজেপির, ৪ আসনেই জয়ী তৃণমূল
তামিলনাড়ুর বিক্রাবন্দি বিধানসভা আসনে ডিএমকের অন্নিয়ুর শিবা ৬০,০০০ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। উত্তরাখণ্ডে কংগ্রেস দুইটি আসনেই বিজয়ী হয়েছে, যেখানে মধ্যপ্রদেশের আমরওয়ারা আসনে বিজেপির কমলেশ প্রতাপ শাহী বিজয়ী হয়েছেন। বিহারের পুর্নিয়ায় রুপাউলি বিধানসভা উপনির্বাচনে নির্দল প্রার্থী শংকর সিং জেডিইউর কালাধর প্রসাদ মন্ডলকে ৮,২৪৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর এই উপনির্বাচনগুলি ছিল প্রথম পরীক্ষা। লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসন জিতেছিল, সংখ্যাগরিষ্ঠতার থেকে ৩২টি কম। অন্যদিকে INDIA ব্লক ২৩২টি আসনে জয়ী হয়েছিল। টিডিপি এবং জেডিইউকে সঙ্গী করে ২৯৩ আসন নিয়ে সরকার গড়তে সক্ষম হয় এনডিএ।