Homeখবরদেশঅশান্ত বাংলাদেশ থেকে সাড়ে ৪ হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রী দেশে ফিরলেন

অশান্ত বাংলাদেশ থেকে সাড়ে ৪ হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রী দেশে ফিরলেন

প্রকাশিত

বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের জেরে অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ায় সাড়ে চার হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এ তথ্য জানানো হয়। শুধু ভারতীয় নয়, নেপাল, ভুটান এবং মলদ্বীপের ছাত্রছাত্রীরাও বাংলাদেশ থেকে ভারতে চলে আসছেন।

বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুতই হিংসার রূপ নেয়। দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেখ হাসিনার সরকার কঠোর পদক্ষেপ নেয়। ঢাকার রাস্তায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি ছাত্রছাত্রীরা। দেশে ফেরার চেষ্টা শুরু করেন তাঁরা।

পরিস্থিতি নজরে আসতেই ভারত সরকার দ্রুত ব্যবস্থা নেয়। ঢাকায় ভারতীয় দূতাবাস ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং ধাপে ধাপে তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। রবিবার বিদেশ মন্ত্রক জানায়, সাড়ে চার হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রী ইতিমধ্যে দেশে ফিরেছেন। দূতাবাস তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

NEET নিয়ে সংসদেই শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি বিবাদে জড়ালেন রাহুল গান্ধী

বাংলাদেশের নির্দিষ্ট কিছু অভিবাসন কেন্দ্র থেকে স্থলপথে ছাত্রছাত্রীদের একাংশকে ফেরানো হয়েছে, বাকিদের বিমানে করে উড়িয়ে আনা হচ্ছে। বিদেশ মন্ত্রক আরও জানায়, বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, যাতে বাকি ছাত্রছাত্রীদেরও দ্রুত ফেরানো যায়।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনের জেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জন। গত কয়েক সপ্তাহ ধরে চলমান আন্দোলনের তীব্রতা বেড়ে যায় গত সোমবার থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ শুরু হওয়ার পর। এরপর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা চাকরির ক্ষেত্রে জনজাতিদের জন্য সংরক্ষণ বাদ দিয়ে বাকি সমস্ত কোটা তুলে দেওয়ার দাবি জানাচ্ছেন।

রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দেয়, সরকারি চাকরির ক্ষেত্রে মোট সাত শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এর মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং দুই শতাংশের মধ্যে এক শতাংশ অনগ্রসর শ্রেণির জন্য, বাকী এক শতাংশ প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

লালকেল্লার কাছে বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলাই, জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসবাদী হামলাই। বুধবার এক জরুরি বৈঠকে...

শুধু স্বাদ নয়, স্বাস্থ্যেও চ্যাম্পিয়ন বেবিকর্ন! জানুন এই কচি মকাইয়ের ৬টি গুণ

শীতকাল মানেই বেবিকর্নের মৌসুম! স্বাদে যেমন অনন্য, তেমনি উপকারিতাতেও ভরপুর। ওজন কমানো, হজমশক্তি বাড়ানো থেকে হার্ট ও চোখের যত্ন— বেবিকর্নে আছে বহু গুণ। জানুন বিস্তারিত উপকারিতা।

নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

দিল্লি বিস্ফোরণ ও বিহার ভোটের মাঝেই প্রশ্ন তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া— নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন

লালকেল্লার কাছে বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলাই, জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসবাদী হামলাই। বুধবার এক জরুরি বৈঠকে...

নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

দিল্লি বিস্ফোরণ ও বিহার ভোটের মাঝেই প্রশ্ন তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া— নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

বিহার এক্সিট পোল: এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণীর ভিড়ে ব্যতিক্রম একটি, মহাগঠবন্ধনের জয় দেখছে তারা

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ১১ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে একাধিক...