Homeখবরদেশঅশান্ত বাংলাদেশ থেকে সাড়ে ৪ হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রী দেশে ফিরলেন

অশান্ত বাংলাদেশ থেকে সাড়ে ৪ হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রী দেশে ফিরলেন

প্রকাশিত

বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের জেরে অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ায় সাড়ে চার হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এ তথ্য জানানো হয়। শুধু ভারতীয় নয়, নেপাল, ভুটান এবং মলদ্বীপের ছাত্রছাত্রীরাও বাংলাদেশ থেকে ভারতে চলে আসছেন।

বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুতই হিংসার রূপ নেয়। দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেখ হাসিনার সরকার কঠোর পদক্ষেপ নেয়। ঢাকার রাস্তায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি ছাত্রছাত্রীরা। দেশে ফেরার চেষ্টা শুরু করেন তাঁরা।

পরিস্থিতি নজরে আসতেই ভারত সরকার দ্রুত ব্যবস্থা নেয়। ঢাকায় ভারতীয় দূতাবাস ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং ধাপে ধাপে তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। রবিবার বিদেশ মন্ত্রক জানায়, সাড়ে চার হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রী ইতিমধ্যে দেশে ফিরেছেন। দূতাবাস তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

NEET নিয়ে সংসদেই শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি বিবাদে জড়ালেন রাহুল গান্ধী

বাংলাদেশের নির্দিষ্ট কিছু অভিবাসন কেন্দ্র থেকে স্থলপথে ছাত্রছাত্রীদের একাংশকে ফেরানো হয়েছে, বাকিদের বিমানে করে উড়িয়ে আনা হচ্ছে। বিদেশ মন্ত্রক আরও জানায়, বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, যাতে বাকি ছাত্রছাত্রীদেরও দ্রুত ফেরানো যায়।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনের জেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জন। গত কয়েক সপ্তাহ ধরে চলমান আন্দোলনের তীব্রতা বেড়ে যায় গত সোমবার থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ শুরু হওয়ার পর। এরপর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা চাকরির ক্ষেত্রে জনজাতিদের জন্য সংরক্ষণ বাদ দিয়ে বাকি সমস্ত কোটা তুলে দেওয়ার দাবি জানাচ্ছেন।

রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দেয়, সরকারি চাকরির ক্ষেত্রে মোট সাত শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এর মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং দুই শতাংশের মধ্যে এক শতাংশ অনগ্রসর শ্রেণির জন্য, বাকী এক শতাংশ প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা: ১৬৮-৭ (দাসুন সনাকা ৬৪ নট আউট, কুশল মেন্ডিস ৩৪, মুস্তাফিজুর রহমান ৩-২০, মেহেদি...

H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়ম: কী বলল ভারত, প্রভাব কোথায় পড়বে?

আমেরিকার নতুন H1-B ভিসা নিয়ম নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী, এর প্রভাব পড়বে কোন খাতে, আর পরিবারগুলির জন্য কী জটিলতা তৈরি হতে পারে—জানুন বিস্তারিত এক্সপ্লেইনার রিপোর্টে।

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

হেরিটেজ স্বীকৃতির পথে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, গবেষণায় নতুন আশা

হেরিটেজ স্বীকৃতি পেতে পারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও লিভারপুল বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় উঠে আসছে এই ঐতিহ্যের বিশেষ তাৎপর্য।

আরও পড়ুন

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।