Home খবর দেশ পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা হয়ে গেল পদ্ম সম্মান ২০২৫-এর প্রাপকদের নাম। এবছর বাংলার জন্য বিশেষ গৌরবের কারণ, কারণ এই তালিকায় রয়েছে রাজ্যের ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বের নাম। শিল্প, সঙ্গীত, সাহিত্য, সমাজসেবা, বাণিজ্য, ও ধর্মীয় ক্ষেত্রের অবদানের জন্য তাঁদের সম্মানিত করা হবে।

গায়ক অরিজিৎ সিং পেলেন প্রথম রাষ্ট্রীয় সম্মান

এই মুহূর্তে দেশের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং তাঁর সঙ্গীত জীবনের অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। বাংলার মুর্শিদাবাদ জেলার সন্তান অরিজিৎ এর আগে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেও, রাষ্ট্রীয় সম্মান এই প্রথম। বাংলা, হিন্দি, এবং অন্যান্য ভারতীয় ভাষায় তাঁর গাওয়া গান আপামর শ্রোতার মন জয় করেছে।

নৃত্যশিল্পে অবদানের জন্য মমতা শঙ্করের সম্মান

বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্কর এবং অমলা শঙ্করের কন্যা মমতা শঙ্করও পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। দীর্ঘ নৃত্যজীবনে জাতীয় পুরস্কারসহ বহু সম্মান অর্জন করেছেন তিনি।

সরোদে আধুনিকতার সুর

পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, যাঁর সরোদ বাদনে মেলে ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণ, এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী সরোদের প্রতি তাঁর অবিরাম অনুরাগের জন্য সুপরিচিত।

ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রে অবদান

ধর্মীয় গুরু স্বামী প্রদীপ্তানন্দ, যিনি ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার অধ্যক্ষ, পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। সামাজিক উন্নয়নে তাঁর দীর্ঘ অবদানকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্র।

ঢাকের তালে নারীর ক্ষমতায়ন

উত্তর ২৪ পরগনার ঢাকি গোকুলচন্দ্র দাসও পদ্মশ্রী পাচ্ছেন। ঢাক বাজানোয় তাঁর দক্ষতা যেমন দেশে-বিদেশে প্রশংসিত, তেমনই নারীদের এই শিল্পে উৎসাহিত করা তাঁর বড় অবদান।

আরও ৪ জনের সম্মান

সমাজকর্মী বিনায়ক লোহানি সমাজের উন্নয়নে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন। সাহিত্য এবং শিক্ষায় অবদানের জন্য সম্মানিত হচ্ছেন নগেন্দ্রনাথ রায়। বাণিজ্য এবং শিল্প ক্ষেত্রে পবন গোয়েনকা এবং সজ্জন ভজনকার অসামান্য অবদানও স্বীকৃত হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version