Homeখবরদেশপহেলগাঁও হামলা: ৬৫ বিদেশি জঙ্গি সক্রিয় উপত্যকায়, চলছে তল্লাশি, ওয়াকফ প্রতিবাদ স্থগিত,...

পহেলগাঁও হামলা: ৬৫ বিদেশি জঙ্গি সক্রিয় উপত্যকায়, চলছে তল্লাশি, ওয়াকফ প্রতিবাদ স্থগিত, একনজরে সব আপডেট

প্রকাশিত

কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার জেরে গোটা দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মঙ্গলবারের ওই হামলায় প্রাণ হারান অন্তত ২৮ জন নিরীহ মানুষ, আহত আরও ২০ জন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকেই নয়াদিল্লিতে দফায় দফায় বৈঠক শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর উপত্যকা পরিদর্শন করেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে প্রায় আড়াই ঘণ্টার উচ্চপর্যায়ের বৈঠকের পরে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পাকিস্তানের নাগরিকদের ‘সার্ক’ ভিসা বাতিল করা হয়। পাশাপাশি, স্থগিত করা হয়েছে দীর্ঘদিনের সিন্ধু জলচুক্তি। নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, পাকিস্তান যদি সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করে, তবে এই সিদ্ধান্ত বহাল থাকবে।

এদিকে, গোটা উপত্যকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। এখনও ধরা পড়েনি পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা। তবে নিরাপত্তা সূত্রে খবর, এই হামলায় অংশগ্রহণকারীরা সকলেই পাকিস্তানের নাগরিক এবং তাদের সহায়তা করেছে কাশ্মীরের স্থানীয় মদতকারীরা। সূত্রের দাবি, লস্কর-ই-তৈবার ছদ্মনামধারী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ হামলার দায় স্বীকার করলেও, এতে পাকিস্তানের সরাসরি হাত রয়েছে বলেই মনে করছে তদন্তকারী সংস্থাগুলি।

জঙ্গি খোঁজে তল্লাশি জারি

সেনাবাহিনী ও এনআইএ-সহ বিভিন্ন সংস্থা উপত্যকায় তল্লাশি চালাচ্ছে। এখনও পর্যন্ত হামলায় জড়িতদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি, তবে সূত্রের দাবি, তারা সবাই বিদেশি এবং পাকিস্তানের মদতপুষ্ট।

৬৫ বিদেশি জঙ্গি সক্রিয় জম্মু-কাশ্মীরে

নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে উপত্যকায় ৬৫ জন বিদেশি জঙ্গি সক্রিয় রয়েছে। এদের মধ্যে ৩৫ জন লস্কর-ই-তৈবার, ২১ জন জৈশ-ই-মহম্মদের এবং ৩ জন হিজবুল মুজাহিদীনের সঙ্গে যুক্ত। হিজবুল সদস্যরা পাকিস্তান থেকেই এসেছেন।

AIMPLB-র ওয়াকফ প্রতিবাদ স্থগিত

ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে চলা বিক্ষোভ তিন দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। তারা এই হামলার তীব্র নিন্দা করে শোকপ্রকাশ করেছে।

ফাওয়াদ খানের ছবির মুক্তির বিরোধিতা, ক্ষোভ চলচিত্র মহলেও

জঙ্গি হামলার পর পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের নতুন ছবি ‘আবির গুলাল’ ভারতে মুক্তি পেতে দেওয়া উচিত নয়—এই দাবিতে সরব হয়েছেন ভারতীয় ফিল্ম ফেডারেশনের সভাপতি অশোক পণ্ডিত। তাঁর মতে, “দেশের উপর যুদ্ধ হলে শিল্পীদের জন্য আলাদা নিয়ম চলতে পারে না।”

শেখ হাসিনার বার্তা: মানবসভ্যতার বুকে ক্ষত

এই ঘটনার নিন্দায় মুখ খুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেন, “পহেলগাঁওয়ের জঙ্গি হামলা মানবিক সমাজ গঠনের পথে বড় অন্তরায়। বাংলাদেশ এই লড়াইয়ে ভারতের পাশে আছে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।