Home খবর দেশ কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট অধিবেশনে আজ পেশ করা হবে একাধিক গুরুত্বপূর্ণ বিল

কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট অধিবেশনে আজ পেশ করা হবে একাধিক গুরুত্বপূর্ণ বিল

0

নয়াদিল্লি: কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট অধিবেশন চলছে। মঙ্গলবার সংসদে পেশ করা হবে একাধিক গুরুত্বপূর্ণ বিল।

সোমবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ-এর বিপুল জয়ের ভবিষ্যদ্বাণী করেন। সেই সঙ্গে বিরোধীদের বিদ্ধ করেন প্রবল কটাক্ষে। আজকের অধিবেশনেও বাজেটের উপর বিতর্ক চলবে লোকসভায়। পাশাপাশি, পেশ করা হবে একাধিক গুরুত্বপূর্ণ বিল।

কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা আজ ওড়িশা রাজ্য সম্পর্কিত রাজ্যসভায় সংবিধান (তফসিলি জাতি ও তফসিলি উপজাতি) আদেশ (সংশোধনী) বিল, ২০২৪ পেশ করতে চলেছেন। সংবিধান (তফসিলি জাতি) আদেশ, ১৯৫০ এবং সংবিধান (তফসিলি উপজাতি) আদেশ ১৯৫০ সংশোধন করতে চলেছে কেন্দ্র। এতে ওড়িশা রাজ্যের সঙ্গে সম্পর্কিত তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির তালিকা পরিবর্তন করা হবে। বিলটি বিবেচনা এবং পাসের জন্য সংসদে স্থানান্তর করা হবে।

জল (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন, ১৯৭৪-কে আরও সংশোধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব আজ রাজ্যসভায় জল (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৪ পেশ করবেন। তার উপর আলোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

লোকসভা ভোটের কারণে কেন্দ্রীয় সরকারও এ বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেনি। গত ১ ফেব্রুয়ারি লোকসভায় ‘অন্তর্বর্তী বাজেট’ পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন সরকার শপথ নেওয়ার পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে।

এ ক্ষেত্রে রাজ্য সরকারগুলির কাছে দু’বার বাজেট পেশ করার সুযোগ রয়েছে। তাই পশ্চিমবঙ্গ সরকার এই বাজেটের পর আবারও লোকসভা ভোটের পর বাজেট পেশ করতেই পারে।

আরও পড়ুন: ‘বিজেপি ৩৭০, এনডিএ ৪০০ পার’, সংসদে দাঁড়িয়ে দাবি প্রধানমন্ত্রী মোদীর

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version