Homeখবরদেশসংসদে সংঘর্ষ! বিজেপির এফআইআর, কংগ্রেসের অভিযোগ তদন্ত করবে ক্রাইম ব্রাঞ্চ

সংসদে সংঘর্ষ! বিজেপির এফআইআর, কংগ্রেসের অভিযোগ তদন্ত করবে ক্রাইম ব্রাঞ্চ

প্রকাশিত

নয়াদিল্লি: সংসদ চত্বরে ঘটে যাওয়া তুমুল গন্ডগোলের ঘটনায় বিজেপির অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়। জানা গিয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া সেই এফআইআর স্থানান্তরিত করা হয়েছে ক্রাইম ব্রাঞ্চে।

অভিযোগে বলা হয়েছে, রাহুল গান্ধী এমন একটি ঘটনার সঙ্গে যুক্ত যেখানে দুই বিজেপি সাংসদ আহত হয়েছেন। ভারতের নতুন দণ্ডবিধি (বিএনএস)-র ধারাগুলির অধীনে দায়ের হয়েছে ওই এফআইআর। যা গুরুতর আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ এবং হুমকির অভিযোগে দায়ের করা হয়।

ডিসিপি (ক্রাইম) সঞ্জয় কুমার সাঁই জানিয়েছেন, এসিপি রমেশ লাম্বার নেতৃত্বে একটি বিশেষ দল এই মামলার তদন্ত করবে।

অন্যদিকে, কংগ্রেস অভিযোগ করেছে যে বিজেপি সাংসদরা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে মাটিতে ফেলে দেন। এই ঘটনায় আহত হন কংগ্রেস সভাপতি। এই অভিযোগও তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তরিত হয়েছে।

সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার দিন বিজেপি-র বিরুদ্ধে সংসদে কাজকর্ম বিঘ্নিত করার অভিযোগ তোলে কংগ্রেস। দলের নেতা প্রমোদ তিওয়ারি দাবি করেন, “এ ধরনের ঘটনা গণতন্ত্রের ইতিহাসে প্রথম, যখন শাসকদলই সংসদ চালাতে দেয়নি।”

সংসদের সংঘর্ষের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও জানান তিনি। একই সঙ্গে, বিজেপি সাংসদদের বিরুদ্ধে মহিলা কংগ্রেস সাংসদদের উপর বলপ্রয়োগের অভিযোগ আনেন কংগ্রেস নেতা গৌরব গগৈ।

অন্য দিকে, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে লোকসভায় স্বাধীকারভঙ্গের নোটিশ দাখিল করেছেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে। অভিযোগ, তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের একটি “সম্পাদিত” ভিডিও শেয়ার করেছেন। এই পদক্ষেপে তাঁরা দেশে উত্তেজনা সৃষ্টি করতে চেয়েছেন।

অধিবেশন শেষে কংগ্রেসের লোকসভার সাংসদরা স্পিকার ওম বিড়লার আয়োজিত চা-বৈঠক বয়কট করেন। তবে রাজ্যসভার কংগ্রেস সাংসদরা চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে চা-বৈঠকে যোগ দেন।

কংগ্রেস দাবি করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্য সংবিধান প্রণেতা ড. বি আর অম্বেডকরকে অপমান করেছে। তাঁরা শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে শাহ বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।” শাহের এই মন্তব্য নিয়েই তুলকালাম কাণ্ড ঘটে যায় সংসদে।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন নীচের লিঙ্কে ক্লিক করে:

সংসদ চত্বরে ধাক্কাধাক্কি, তীব্র চাপানউতোর বিজেপি-কংগ্রেসের

‘দৃষ্টি ঘোরানোর কৌশল’, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর-এর প্রতিক্রিয়ায় বলল কংগ্রেস

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।