Homeখবরদেশট্রেনে মদ্যপান করে যাত্রীকে মারধর করলেন রেল কর্মীরা, ভাইরাল ভিডিয়ো

ট্রেনে মদ্যপান করে যাত্রীকে মারধর করলেন রেল কর্মীরা, ভাইরাল ভিডিয়ো

প্রকাশিত

অমৃতসর-কাঠিহার এক্সপ্রেস ট্রেনে মদ্যপান করে যাত্রীকে মারধর করলেন রেল কর্মীরা। বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রেল পরিষেবা ও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নের ঝড় উঠল।

আক্রান্ত শেখ মজিবুল উদ্দিন (৩৮), পেশায় একজন ট্রাক চালক। তিনি সেওয়ান থেকে দিল্লি যাচ্ছিলেন। দুই কোচ অ্যাটেনডেন্ট বিক্রম চৌহান এবং সোনু মেহতো-র তিনি সঙ্গে মদ্যপান করেন। অভিযোগ, মদ্যপানের পর তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, বচসার সময় মজিবুল ভুলক্রমে টিটিই রাজেশ কুমারকে কোচ অ্যাটেনডেন্ট ভেবে চড় মারেন। এর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মজিবুলকে বেল্ট ও লাথি দিয়ে মারধর করা হয়।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, মজিবুল ট্রেনের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন, তার শরীর বমিতে ঢাকা। দুই রেলকর্মী তাকে বেল্ট দিয়ে মারছেন এবং কটূক্তি করছেন।

যাত্রীরা এই ঘটনার খবর রেল কর্তৃপক্ষকে জানালে ফিরোজাবাদ জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মজিবুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মজিবুলের লিখিত অভিযোগের ভিত্তিতে বিক্রম চৌহান, সোনু মেহতো এবং রাজেশ কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৫ (ইচ্ছাকৃত আঘাত) এবং ৩৫১ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের করেছে জিআরপি ফিরোজাবাদ।

ঘটনার পর উত্তর রেলের তরফে টিটিই রাজেশ কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে দুই অভিযুক্ত কোচ অ্যাটেনডেন্ট এখনও পলাতক।

জিআরপি ফিরোজাবাদ-এর এসএইচও সুশীল কুমার জানিয়েছেন, যাত্রী ও কর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা থেকেই ঘটনাটি শুরু হয়েছিল। তবে মজিবুলের চড় মারার পর ঘটনাটি হিংসার রূপ নেয়।

এই ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিয়ে রেল কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। ভাইরাল ভিডিও ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে চর্চা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।