দিল্লি থেকে দ্বারভাঙাগামী স্পাইসজেটের একটি বিমানে বুধবার যাত্রীদের ভোগান্তির শিকার হতে হল। বিমানটি উড়ানের আগে প্রায় এক ঘণ্টা এয়ার কন্ডিশনিং (এসি) ছাড়াই যাত্রীদের বিমানের মধ্যে অপেক্ষা করতে হয়েছিল। যাত্রীরা জানান, এই সময়ে বিমানের ভেতরের তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস, যার ফলে অনেক যাত্রী অসুস্থ বোধ করতে শুরু করেন।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে যাত্রী রোহন কুমার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আমি স্পাইসজেটের SG 476 ফ্লাইটে দিল্লি থেকে দ্বারভাঙা যাচ্ছিলাম। দিল্লি এয়ারপোর্টে চেক-ইন করার পর, তারা এক ঘণ্টা ধরে এয়ার কন্ডিশনিং (এসি) চালু করেনি। ফ্লাইটের ভেতরের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। যাত্রীরা ভীষণ কষ্ট পাচ্ছিল। ফ্লাইট উড্ডয়নের পর এয়ার কন্ডিশনিং (এসি) চালু করা হয়…।’
দিল্লিতে তীব্র গরমের জেরে তাপমাত্রা বেড়ে চলেছে। বুধবার রাজধানী ১২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম রাত অনুভব করেছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে আট ডিগ্রি বেশি।
এই তীব্র গরমের মধ্যে দিল্লির বিভিন্ন হাসপাতালে হিট স্ট্রোক আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। ডাক্তাররা বয়স্ক এবং দুর্বল রোগীদের বাইরে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন।
মঙ্গলবার, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (IMD) জানিয়েছে যে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে দিল্লিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD বিজ্ঞানী সোমা সেন বলেন, “দিল্লিতে প্রাক-মৌসুম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা দক্ষিণ-পশ্চিমী বাতাসের কারণে আগামী তিন বা চার দিনের মধ্যে হতে পারে। হিট ওয়েভের পরিস্থিতি কমতে পারে। আপনারা যে অস্বস্তি অনুভব করছেন তা আর্দ্রতা বৃদ্ধির ইঙ্গিত দেয়,”
IMD আরও জানিয়েছে, “উত্তর ভারতের অনেক অংশে (উত্তর প্রদেশ বাদে) আগামী ২৪ ঘন্টার মধ্যে হিট ওয়েভ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং ধীরে ধীরে কমতে পারে।”
এই তীব্র গরমের মধ্যে যাত্রীদের এমন ভোগান্তি স্পাইসজেট কর্তৃপক্ষের নজরে আনা হলে তারা বিষয়টি তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।
#WATCH | SpiceJet passengers travelling from Delhi to Darbhanga (SG 476) had to wait inside an aircraft without air conditioning (AC) for over an hour amid the ongoing heatwave, with several feeling unwell. pic.twitter.com/cIj2Uu1SQT
— ANI (@ANI) June 19, 2024