Homeখবরদেশহাথরসের ঘটনার সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা

হাথরসের ঘটনার সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা

প্রকাশিত

উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠেছে। ইলাহাবাদ হাই কোর্টে এ সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। পিটিআই সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার হাথরসে একটি সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। সেখানে নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা নামে এক ধর্মগুরুর ডাকে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন। অনুষ্ঠানটি নির্বিঘ্নে শেষ হলেও, শেষে বিপদ ঘটে যায়। অনুষ্ঠানস্থল ছাড়ার সময় হুড়োহুড়ি শুরু হয় এবং ঠেলাঠেলির কারণে অনেকে একে অপরের ওপর পড়ে যান।

প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার বিভিন্ন কারণ ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন, সৎসঙ্গের জন্য যে প্যান্ডেল তৈরি করা হয়েছিল, তা সম্পূর্ণ ঘেরা ছিল এবং পাখার ব্যবস্থা ছিল না। ফলে সবাই হাঁসফাঁস করছিলেন। সৎসঙ্গ শেষ হওয়ার পরেই মানুষ হুড়োহুড়ি করে বাইরে বেরোনোর চেষ্টা করেন। যার ফলে এই বিপত্তির হয়। আবার কেউ বলেছেন, প্যান্ডেলের আসা-যাওয়ার গেটটি অত্যন্ত সঙ্কীর্ণ ছিল, যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আরেক প্রত্যক্ষদর্শীর দাবি, অনুষ্ঠানস্থলের সামনে একটি বড় ড্রেন ছিল, যার ওপর কাঠের পাটাতন ছিল। ভিড়ের চাপে সেই পাটাতন ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে।

কে এই ‘বিশ্ব হরি ভোলে বাবা’? যাঁর ‘সৎসঙ্গে’ এসে হাথরসে প্রাণ গেল ১০৭ জনের

উত্তরপ্রদেশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল তদন্তের দায়িত্ব নিয়েছে। বুধবার সকালে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় সৎসঙ্গের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী, সেই এফআইআরে ভোলে বাবার নাম নেই। পুলিশি তদন্তের মধ্যেই সিবিআই তদন্তের দাবিতে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন গৌরব দ্বিবেদী নামে এক আইনজীবী।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।