Home খবর দেশ পিএম কিসান: নতুন মোবাইল অ্যাপে কৃষকদের জন্য বাড়তি সুবিধা

পিএম কিসান: নতুন মোবাইল অ্যাপে কৃষকদের জন্য বাড়তি সুবিধা

0

প্রধানমন্ত্রী কিসান সম্মান যোজনার (PM-Kisan) সুবিধাভোগী কৃষকদের ই-কেওয়াইসি (eKYC) করার জন্য আর এখানে-ওখানে ঘুরতে হবে না। তাঁরা ঘরে বসেই এই কাজটি সেরে ফেলতে পারবেন। শুধু তাই নয়, এখন আর ওটিপি (OTP) অথবা আঙুলের ছাপেরও প্রয়োজন হবে না।

পিএম-কিসান মোবাইল অ্যাপের সুবিধা

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর পিএম-কিসান সুবিধাভোগী কৃষকদের জন্য নতুন একটি মোবাইল অ্যাপ আনুষ্ঠানিক ভাবে চালু করেন। পিএম কিসান মোবাইল অ্যাপে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করবে ফেস-রিকগনাইজেশন টেকনোলজি (face-recognition technology)। এখন ফেস অথেন্টিকেশন ফিচারের সাহায্যই কৃষকরাও ই-কেওয়াইসি জমা করতে পারবেন।

সুবিধাভোগীদের আবেদন এবং আনুষঙ্গিক প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে অ্যান্ড্রয়েড-ভিত্তিক অ্যাপটি চালু করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। এখানে নতুন করেও নাম নথিভুক্ত করা যাবে। পুরো প্রক্রিয়ার রিভিউ শেষে অ্যাপটিতে একটি সমন্বিত ইকেওয়াইসি ভ্যালিডেশন ফিচার রয়েছে।

কৃষিমন্ত্রকের তথ্য অনুসারে, ব্যবহারকারীরা লেনদেনের স্থিতি নিরীক্ষণ করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। তাঁদের জমির রেকর্ড লিঙ্ক করতেও পারবেন। শুধু তাই নয়, নতুন এই অ্যাপের মাধ্যমে কিস্তির তারিখগুলি জেনে নিতে পারবেন কৃষকরা।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, “অ্যাপটি প্রত্যন্ত কৃষকদের নিজের ঘরে বসে নিজেদের নাম নথিভুক্ত করতে সহায়তা করবে। এটি রাজ্য সরকারের আধিকারিকরাও ব্যবহার করতে পারবেন। একেক জন আধিকারিক অ্যাপের মাধ্যমে ৫০০ জন কৃষক পর্যন্ত নথিভুক্ত করতে পারেন।”

পিএম-কিসান প্রকল্পের খতিয়ান

পিএম-কিসান এমন একটি প্রকল্প, যাতে কেন্দ্রীয় সরকার কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। এখনও পর্যন্ত ১১ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি ২.৪২ লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। এর মধ্যে তিন কোটিরও বেশি মহিলা কৃষক।

২০১৯- এর ২৪ ফেব্রুয়ারি এই প্রকল্পটি কেন্দ্র সরকারের তরফে শুরু করা হয়। প্রতি চার মাস অন্তর কিস্তির টাকা সরাসরি পাঠানো হয় প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই প্রকল্পে যোগ্য সুবিধাভোগী কৃষক পরিবারগুলিকে ২ হাজার টাকার তিনটি সমান কিস্তিতে বছরে ৬ হাজার টাকা আর্থিক সুবিধা দেওয়া হয়।

আরও পড়ুন: রাজ্য জুড়ে বর্ষার আগমন, কেমন থাকবে আবহাওয়া

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version