মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এক অজ্ঞাত ব্যক্তির ফোন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ব্যক্তি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সময় তাঁর বিমানে জঙ্গি হামলা হতে পারে। ঘটনার তদন্তে নেমে মুম্বই পুলিশের বিশেষ দল চেম্বুর এলাকা থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, কন্ট্রোল রুমে ফোন করে এক ব্যক্তি বলেন, “জঙ্গিরা মোদীর বিমানে বোমা হামলা চালানোর ছক কষেছে।” হুমকি ফোন পাওয়ার পরই তদন্ত শুরু হয় এবং বিষয়টি কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিকে জানানো হয়।
তদন্তকারীরা প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করেন এবং মুম্বইয়ের চেম্বুর এলাকা থেকে তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে উঠে আসে, তিনিই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। তবে, পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির মানসিক স্থিতি স্বাভাবিক নয়।
মোদীর বিদেশ সফর ও কড়া নিরাপত্তা ব্যবস্থা
সোমবার ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক সম্মেলনে যোগ দেন তিনি। সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি মার্সেইতে শহিদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ফ্রান্স সফর শেষ করে তিনি আমেরিকায় যাবেন।
প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা নিয়ে আগেও হুমকি ফোন পাওয়া গিয়েছে। গত বছরের ডিসেম্বরে মুম্বই ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে এক ব্যক্তি ফোন করে জানিয়েছিলেন, আইএস জঙ্গিরা হামলার ছক কষছে। সেই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছিল।
বর্তমান হুমকি ফোনের তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বই পুলিশ। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।