সোমবার গুজরাতের গির ন্যাশনাল পার্কে লায়ন সাফারিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে তিনি সাফারি পোশাক পরে ক্যামেরা হাতে গিরের এশিয়াটিক সিংহদের ছবি তোলেন।
বিশ্ব বন্যপ্রাণী দিবসে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজ বিশ্ব বন্যপ্রাণী দিবসে আসুন, আমরা আমাদের গ্রহের অবিশ্বাস্য জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। প্রতিটি প্রজাতিরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—চলুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের সুরক্ষা নিশ্চিত করি! আমরা ভারতের বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের জন্যও গর্বিত।”
A memorable visit to Gir! Have a look at the highlights… pic.twitter.com/DTqzwlerTc
— Narendra Modi (@narendramodi) March 3, 2025
বর্তমানে এশিয়াটিক সিংহ গুজরাতের ৯টি জেলার ৫৩টি তালুকায় প্রায় ৩০,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বসবাস করছে। রাজ্য সরকার এদের সংরক্ষণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি, একটি জাতীয় প্রকল্পের অংশ হিসেবে জুনাগড় জেলার নিউ পিপালিয়ায় ২০.২৪ হেক্টর জমির ওপর একটি ন্যাশনাল রেফারাল সেন্টার ফর ওয়াইল্ডলাইফ প্রতিষ্ঠা করা হচ্ছে।
সরকারি বিবৃতি অনুযায়ী, সংরক্ষণ প্রচেষ্টা আরও জোরদার করতে সাসানে একটি অত্যাধুনিক বন্যপ্রাণী পর্যবেক্ষণ কেন্দ্র এবং একটি উচ্চ প্রযুক্তির হাসপাতাল স্থাপন করা হয়েছে। গুজরাত সরকার এশিয়াটিক সিংহ সংরক্ষণের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। ২০২৪ সালে গিরে ১৬২ জন পুরুষ ও ৭৫ জন মহিলা মিলিয়ে মোট ২৩৭ জন বিট গার্ড নিয়োগ করা হয়েছে, যারা সংরক্ষিত এলাকায় টহল দিয়ে সিংহের আবাস রক্ষা করবেন।
সাসান গির অঞ্চলে এশিয়াটিক সিংহদের সুরক্ষা এবং গিরের সামগ্রিক উন্নয়নে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০০৭ সালে তিনি নিজে গির বনাঞ্চল পরিদর্শন করে বাস্তব অবস্থা মূল্যায়ন করেন এবং বিভিন্ন সংরক্ষণমূলক প্রকল্প বাস্তবায়ন করেন।