Homeখবরদেশজিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

প্রকাশিত

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল অর্থাৎ সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে জিএসটি ২.০ সংস্কার। একে আখ্যা দিয়ে তিনি বলেন, “আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘জিএসটি বচত উৎসব’। এই সংস্কারের ফলে সাধারণ মানুষের সঞ্চয় বাড়বে, পছন্দের জিনিস কেনা হবে আরও সহজ।”

প্রধানমন্ত্রী জানান, নবরাত্রির প্রথম দিন থেকেই আত্মনির্ভর ভারতের পথে বড় পদক্ষেপ নিচ্ছে দেশ। তিনি বলেন, “এই সংস্কার ভারতের প্রবৃদ্ধির গতি আরও বাড়াবে, ‘Ease of Doing Business’ সহজ করবে, নতুন বিনিয়োগ আনবে এবং প্রতিটি রাজ্যকে উন্নয়নের সমান অংশীদার করবে।”

মোদী স্মরণ করান, ২০১৭ সালে জিএসটির মাধ্যমে দেশের অর্থনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। করজটিলতার কারণে এক সময় ব্যাঙ্গালুরু থেকে হায়দরাবাদে পণ্য পাঠানো কঠিন ছিল, অথচ বিদেশে পাঠানো সহজ হত— সেই অবস্থা থেকে আজকের পরিবর্তন উল্লেখযোগ্য।

তিনি জানান, গত ১১ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্যের সীমা পেরিয়ে গিয়েছেন এবং নতুন ‘নিও-মিডল ক্লাস’ তৈরি হয়েছে। তাঁদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনেছে করছাড়। এ বছর ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর আয়করের ছাড় দেওয়া হয়েছে। এবার জিএসটি হ্রাস সেই সুবিধা আরও বাড়িয়ে দেবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, “দেশে যা প্রয়োজন, তা দেশের মধ্যেই তৈরি হওয়া উচিত। ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রকে (MSME) বিশ্বমানের করতে হবে। বিদেশি জিনিসের উপর নির্ভরশীলতা কমিয়ে ‘মেক ইন ইন্ডিয়া’ পণ্যের ব্যবহার বাড়াতে হবে।”

রাজ্যগুলির উদ্দেশে তাঁর বার্তা, শিল্পের পরিবেশ তৈরি করতে হবে এবং বিনিয়োগের সুযোগ বাড়াতে হবে। মোদীর দাবি, আয়কর ছাড় এবং জিএসটি সংস্কার মিলিয়ে এক বছরে দেশবাসীর সাশ্রয় হবে ২.৫ লক্ষ কোটি টাকারও বেশি।

অতীতে নোটবন্দি থেকে শুরু করে লকডাউনের মতো সিদ্ধান্ত এসেছে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের মঞ্চ থেকে। এবারও জিএসটি সংস্কার নিয়ে তাঁর বার্তা ঘিরে আলোড়ন তৈরি হয়েছে দেশজুড়ে।

প্রধানমন্ত্রীর ভাষণের মূল ৫ বার্তা

  1. জিএসটি সাশ্রয় উৎসবের সূচনা
    – ২২ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে জিএসটি ২.০, দাম কমবে বহু পণ্যের, সঞ্চয় বাড়বে সাধারণ মানুষের।
  2. আত্মনির্ভর ভারতের পথে পদক্ষেপ
    – নবরাত্রির প্রথম দিন থেকেই শুরু হচ্ছে নতুন অর্থনৈতিক যাত্রা, ‘Ease of Doing Business’ সহজ হবে, বিনিয়োগ বাড়বে।
  3. মধ্যবিত্ত ও নিও-মিডল ক্লাসের সুবিধা
    – আয়কর ছাড়ের পাশাপাশি জিএসটি হ্রাসে সাশ্রয় বাড়বে, স্বপ্নপূরণে সহায়ক হবে।
  4. ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রকে উৎসাহ
    – MSME খাতকে বিশ্বমানের করতে হবে, দেশীয় উৎপাদন বাড়াতে হবে, বিদেশি পণ্যের উপর নির্ভরশীলতা কমাতে হবে।
  5. রাজ্যগুলির উদ্দেশে বার্তা
    – বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলুন, উৎপাদন বাড়ান, উন্নয়নে রাজ্যগুলিও সমান অংশীদার হোক।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বলিউড অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবরের মাঝেই আরও একটি উদ্বেগের খবর। বলিউডের...

ধর্মেন্দ্র হাসপাতালে, হেমা মালিনী জানালেন পর্যবেক্ষণে রয়েছেন

খবর অনলাইন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে...

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু! কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু! কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...