Homeখবরদেশএআই–চালিত পদ্মফুলের মতো ভাসমান টার্মিনাল! নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী...

এআই–চালিত পদ্মফুলের মতো ভাসমান টার্মিনাল! নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রকাশিত

ভারতের বিমান চলাচলের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হল। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের (Navi Mumbai International Airport – NMIA) প্রথম ধাপ, যা তৈরি হয়েছে প্রায় ১৯,৬৫০ কোটি টাকার ব্যয়ে।

বছরের পর বছর পরিকল্পনা, স্থগিত সময়সীমা এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুলে গেল ভারতের সবচেয়ে আধুনিক গ্রিনফিল্ড বিমানবন্দর। এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড (AAHL)সিডকো (CIDCO)-র যৌথ উদ্যোগে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “মুম্বই এখন পেল একটি নতুন বিমানবন্দর, যা এশিয়ার সবচেয়ে বড় কানেক্টিভিটি হাব হিসেবে গড়ে উঠবে। আজকের দিনটি ভারতের পরিকাঠামো উন্নয়নের এক ঐতিহাসিক মুহূর্ত।”

তিনি আরও জানান, “মুম্বই শহরে আজ মেট্রোর সঙ্গে যুক্ত হয়েছে সম্পূর্ণ ভূগর্ভস্থ ট্রানজিট ব্যবস্থা। এমন পরিকাঠামো শহরের গতিকে আরও দ্রুত করবে।”

প্রথম ধাপের বৈশিষ্ট্য

NMIA-র প্রথম ধাপে থাকছে —

  • একটি টার্মিনাল ও একটি ৩,৭০০ মিটার দীর্ঘ Code F রানওয়ে,
  • বছরে ২০ মিলিয়ন (২ কোটি) যাত্রী পরিবহনের ক্ষমতা,
  • AI-চালিত যাত্রী প্রবাহ ও রানওয়ে ম্যানেজমেন্ট সিস্টেম,
  • Digi Yatra-সমর্থিত প্রবেশ ব্যবস্থা ও রিয়েল-টাইম ব্যাগেজ ট্র্যাকিং,
  • ৬৬টি চেক-ইন কাউন্টার, ২২টি সেলফ ব্যাগেজ ড্রপ, ২৯টি অ্যারোব্রিজ, ১০টি বাস বোর্ডিং গেট।

লন্ডন-ভিত্তিক জাহা হাদিদ আর্কিটেক্টস-এর নকশায় তৈরি এই বিমানবন্দরের টার্মিনালটি দেখতে যেন ভাসমান একটি পদ্মফুলের মতো, যা ভারতের জাতীয় ফুল পদ্ম থেকে অনুপ্রাণিত। অত্যাধুনিক এই নকশায় রয়েছে ডিজিটাল আর্ট ইনস্টলেশন এবং বৃহৎ LED স্ক্রিন, যা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও মনোরম ও আধুনিক করে তুলবে।

এটি ভারতের প্রথম বিমানবন্দর, যেখানে থাকবে ওয়াটার ট্যাক্সি কানেকশন এবং অটোমেটেড পিপল মুভার (APM) সংযোগ ব্যবস্থা।

 বিশ্বমানের পরিকাঠামো

নভি মুম্বই বিমানবন্দর তৈরি করা হয়েছে হিথ্রো, ইনচিয়ন ও সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের আদলে, যেখানে যাত্রীদের জন্য থাকবে—

  • ১১০টি রিটেইল ও ফুড আউটলেট,
  • কিডস জোন ও ডিজিটাল টানেল-এর মাধ্যমে ভারতের ইতিহাস উপস্থাপনা,
  • ৫০০ যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন CIP লাউঞ্জ,
  • ৮০ রুমের ট্রানজিট হোটেল,
  • EV বাস পরিষেবা, সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (SAF) ট্যাংক (১,২০০ কিলোলিটার)।

 সহজ যোগাযোগ ব্যবস্থা

NMIA হবে ভারতের সবচেয়ে সুবিধাজনকভাবে যুক্ত বিমানবন্দর।

  • আটল সেতু (Mumbai Trans Harbour Link)-র মাধ্যমে ওয়াডালা থেকে বিমানবন্দর পৌঁছতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট।
  • ভাসি টোল ফ্রি অ্যাকসেস স্থানীয় যান চলাচল সহজ করবে।
  • ২০২৯ সালের মধ্যে চালু হবে মেট্রো সংযোগ, যা বেলাপুর থেকে CSMIA পর্যন্ত বিস্তৃত থাকবে।

বিমানবন্দরটি জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট (JNPT) থেকে ১৪ কিমি, থানে থেকে ৩২ কিমি এবং ভিওয়ান্ডি থেকে ৪০ কিমি দূরে অবস্থিত।

পরিবেশবান্ধব উদ্যোগ

নভি মুম্বই বিমানবন্দরকে বলা হচ্ছে ভারতের সবচেয়ে “গ্রীন” এয়ারপোর্ট প্রকল্প।

  • চূড়ান্ত পর্যায়ে ৪৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন
  • রেইন ওয়াটার হারভেস্টিং এবং লো-ফ্লো ফিক্সচার
  • ইলেকট্রিক যানবাহন ব্যবহার
  • প্যাসিভ কুলিং ডিজাইন—পদ্মফুল থেকে অনুপ্রাণিত নেটেড স্ট্রাকচার
  • রানওয়ে নির্মাণে রকফিল প্রযুক্তি, যা পরিবেশবান্ধব ও স্থিতিশীল

 সম্প্রসারণের পরিকল্পনা

  • ফেজ ১ (২০২৫): টার্মিনাল ১, ২০ মিলিয়ন যাত্রী ধারণ ক্ষমতা
  • ফেজ ২ (২০২৯): টার্মিনাল ২, ৩০ মিলিয়ন যাত্রী
  • ফেজ ৩ (২০৩২): টার্মিনাল ৩, ২০ মিলিয়ন যাত্রী
  • ফেজ ৪ (২০৩৬): টার্মিনাল ৪, ২০ মিলিয়ন যাত্রী

সম্পূর্ণ প্রকল্প শেষ হলে NMIA বছরে ৯ কোটি যাত্রী ও ৩.২ মিলিয়ন মেট্রিক টন কার্গো পরিচালনা করতে সক্ষম হবে — যা CSMIA-এর দ্বিগুণ ক্ষমতা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শহুরে জীবন, কর্মক্ষেত্রে মানসিক চাপ, ‘কুল ইমেজ’ দেখানোর মোহে ধুূমপান বাড়ছে তরুণী ও মহিলাদের মধ্যে, জানাচ্ছে সমীক্ষা

দক্ষিণবঙ্গে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন, কমবে আর্দ্রতা ও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই, বর্ষা বিদায়ের পথে বাংলা।

নেদারল্যান্ডসের সহায়তায় রাজ্যে ২ বিশেষ ফুলচাষ কেন্দ্র! নদিয়া ও দার্জিলিংয়ে গড়ে উঠছে ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স

রাজ্যের ফুলচাষে নতুন দিগন্ত! নেদারল্যান্ডসের সহায়তায় নদিয়ার আয়েশপুর ও দার্জিলিংয়ের মংপুতে গড়ে উঠছে ২টি ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স। আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ পাবেন রাজ্যের ফুলচাষীরা।

দৈনিক আট ঘণ্টা কাজের দাবি করেই কাজ হারালেন দীপিকা? দেশের ফিল্‌ম ইন্ডাস্ট্রির কী মুখোশ খুললেন?

খবর অনলাইন ডেস্ক: অবশেষে নীরবতা ভাঙলেন দীপিকা পাড়ুকোন। কেন সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ এবং...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: বাংলার রিচার দুরন্ত লড়াই ব্যর্থ, প্রোটিয়াদের জয় এল ক্লার্কের ব্যাট থেকে

ভারত: ২৫১ (৪৯.৫ ওভার) (রিচা ঘোষ ৯৪, প্রতীকা রাওয়াল ৩৭, ক্লোয়ে ট্রায়ন ৩-৩২, মেরিজেন...

আরও পড়ুন

বিহার নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পিকের দলের! নাম নেই কিশোরের, তবে রয়েছে চমক

বিহার নির্বাচনের আগে জন সুরাজ পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোর। তালিকায় গণিতবিদ কেসি সিন্‌হা, প্রাক্তন আমলা, পুলিশ অফিসার ও চিকিৎসকসহ ৫১ জন প্রার্থী। এখনই নিজের নাম ঘোষণা করলেন না প্রশান্ত কিশোর।

রেলের নতুন নিয়ম: টিকিট ক্যানসেল নয়, এবার বদলানো যাবে যাত্রার তারিখই! যাত্রীদের জন্য বড় স্বস্তি

রেলের বড় সিদ্ধান্ত! যাত্রার তারিখ বদলাতে আর টিকিট ক্যানসেল করতে হবে না। নতুন নিয়মে যাত্রীরা অতিরিক্ত খরচ বা কেটে নেওয়া ভাড়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন।

১৫ নভেম্বর থেকে টোলপ্লাজায় নতুন নিয়ম! FASTag না থাকলে দিতে হবে দ্বিগুণ টোল, UPI-তে ১.২৫ গুণ চার্জ

১৫ নভেম্বর থেকে জাতীয় সড়কে টোলপ্লাজায় কার্যকর হচ্ছে নতুন নিয়ম। FASTag ছাড়া গাড়িকে দিতে হবে দ্বিগুণ টোল, আর UPI-তে পরিশোধ করলে দিতে হবে ১.২৫ গুণ ফি। ডিজিটাল পেমেন্ট উৎসাহিত করতেই নতুন সিদ্ধান্ত।