ভারতের টেলি-যোগাযোগ ব্যবস্থায় নয়া দিগন্তের সূচনা হল শনিবার। ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) রূপালী জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন ‘স্বদেশি’ 4G স্ট্যাক। এর মাধ্যমে ভারত যোগ দিল সেই বিশেষ দেশগুলির দলে, যারা নিজস্ব প্রযুক্তিতে টেলিকম যন্ত্রপাতি তৈরি করে। বর্তমানে এই তালিকায় রয়েছে ডেনমার্ক, সুইডেন, দক্ষিণ কোরিয়া ও চীন।
এই দিনই প্রধানমন্ত্রী চালু করলেন ৯৭,৫০০-রও বেশি মোবাইল 4G টাওয়ার, যার মধ্যে রয়েছে BSNL-এর ৯২,৬০০ নতুন প্রযুক্তির সাইট। প্রায় ₹৩৭,০০০ কোটি টাকার ব্যয়ে নির্মিত এই টাওয়ারগুলি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি।
ডিজিটাল ভারতের পথে বড় পদক্ষেপ
কেন্দ্রীয় সরকারের দাবি, ভারত-নির্মিত এই নেটওয়ার্ক ক্লাউড-ভিত্তিক এবং ভবিষ্যত-প্রস্তুত। প্রয়োজনে এটি সহজেই 5G প্রযুক্তিতে আপগ্রেড করা যাবে। সরকারের বক্তব্য, ‘স্বদেশি’ 4G নেটওয়ার্ক চালুর ফলে ডিজিটাল বিভাজন দূর হবে, বিশেষত গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপকৃত হবেন।
২৬,৭০০ গ্রামে পৌঁছবে সংযোগ
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগে প্রায় ২৬,৭০০ অনগ্রসর ও সীমান্তবর্তী গ্রাম প্রথমবারের মতো টেলিকম সংযোগ পাবে। এর মধ্যে শুধু ওডিশারই রয়েছে ২,৪৭২ গ্রাম। চরমপন্থা-পীড়িত অঞ্চল এবং দুর্গম এলাকা—সব জায়গাতেই এই পরিষেবা পৌঁছবে। এতে প্রায় ২০ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হবেন BSNL-এর নেটওয়ার্কে।
সবুজ প্রযুক্তির ব্যবহার
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই টাওয়ারগুলি সৌর শক্তিচালিত। ফলে এটি দেশের সবচেয়ে বড় সবুজ টেলিকম পরিকাঠামো হিসেবে স্বীকৃতি পেল। পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে টেলিকম খাতে টেকসই উন্নয়নের দিকেও এগোল ভারত।