নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশের নাগরিকদের সাইবার প্রতারণা বিশেষত ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা সম্পর্কে সতর্ক করলেন। তিনি বলেন, এই প্রতারণার শিকার সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ, এবং এর থেকে রক্ষা পেতে ‘স্টপ, থিঙ্ক, টেক অ্যাকশন’ মন্ত্র অনুসরণ করা অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে কাজ করছে, কিন্তু জনগণের সচেতনতাই এই ধরনের অপরাধ প্রতিরোধে মূল ভূমিকা পালন করতে পারে। এই ধরনের প্রতারণায় অপরাধীরা তদন্তকারী সংস্থার প্রতিনিধির পরিচয় দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা চালায়।
তিনি বলেন, “সাইবার প্রতারণার ক্ষেত্রে সতর্ক থাকুন। কোনো তদন্তকারী সংস্থা ফোন বা ভিডিও কলে আপনার সঙ্গে যোগাযোগ করবে না। যদি কেউ এ ধরনের প্রতারণা চালায় তবে সাথে সাথে ১৯৩০ নম্বরে ফোন করুন অথবা সাইবার হেল্পলাইনে রিপোর্ট করুন।” প্রতারণার প্রমাণ হিসেবে কথোপকথনের স্ক্রিনশট রাখার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
Tune in for a special #MannKiBaat episode as we discuss various topics. https://t.co/4BspxgaLfw
— Narendra Modi (@narendramodi) October 27, 2024
আ্যানিমেশন শিল্প নিয়ে
বক্তব্যে মোদি ভারতের অ্যানিমেশন শিল্পে অর্জন সম্পর্কে গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, “ভারতীয় প্রতিভা আজ বিশ্বজুড়ে অ্যানিমেশন জগতে প্রভাব বিস্তার করছে। ‘মেড ইন ইন্ডিয়া’ এবং ‘মেড বাই ইন্ডিয়া’ ব্র্যান্ড আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা অর্জন করছে। চরিত্রগুলো যেমন ছোটা ভীম, কৃষ্ণ, মোটু পাতলু ইত্যাদি এখন আন্তর্জাতিক মহলে সমাদৃত।”
এছাড়া, ভারতীয় গেমিং শিল্পও এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, দেশের প্রতিরক্ষা শিল্প এখন ৮৫টি দেশে পণ্য রপ্তানি করছে। ভারতের এই সাফল্যকে তিনি দেশের প্রতিভা এবং উদ্ভাবনী শক্তির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us